মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ৩

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ডিসেম্বর ২৭, ২০২৪

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আজ শুক্রবার ভোরে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এই সংঘর্ষ ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আক্তার শিকদারের সঙ্গে একই ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল।

এর জের ধরে আজ শুক্রবার ভোরে বাঁশগাড়ি এলাকায় দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুজন নিহত ও ২০-৩০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।

অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ হয়। পরে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় এখনো থমথমে বিরাজ করছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “নিহত আক্তার মেম্বার ও ইউপি চেয়ারম্যান সুমনের সাথে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ও রাজনৈতিক বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে সকালে উভয়পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়লে আক্তার মেম্বার তার ছেলেসহ তিনজন নিহত হয়।”