মাঝরাতে বাসে আগুন, ভেতরে ঘুমানো হেলপার নিহত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২৫

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে গভীর রাতে বালিগাঁও বাজার ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা বাসে আগুন লেগে যায়। বাসের ভেতর ঘুমিয়ে থাকা হেলপার হাবির মিয়া (১৪) আগুনে পুড়ে মারা গেছে।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বালিগাঁও সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও বাসে ঘুমিয়ে থাকা হেলপার হাবির মিয়া দগ্ধ হয়ে মারা যায়।

নিহত হেলপার লৌহজং উপজেলার পালগাও গ্রামের সোহেল মিয়ার ছেলে। সে এ গাড়িতে কাজ করত। আগুনের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, “বাসের চালক ও হেলপার সাধারণত বাসে কয়েল জ্বালিয়ে ঘুমায়। তবে কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”