সংগৃহীত ছবি
‘মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার’এ মনোনীত হলেন কবি মেহেবুব হক
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২৪
এপার বাংলা ওপার বাংলার গুণীজন সম্মাননায় ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার ২০২৪ এর জন্য মনোনীত হলেন কবি মো: মেহেবুব হক ।
বাংলাদেশ ভারত মৈত্রী পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ৫ ই মার্চ ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা বিদ্যাসাগর কলেজের সভাগৃহে অনুষ্ঠিত হবে উক্ত সম্মাননা অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা গুণীজন সংবর্ধনা মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার প্রধান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে দুস্থ অসহায় মানুষের মাঝে সংগঠনের পক্ষ থেকে বস্ত্র, খাবার বিতরণ করা হবে। দুই দিনব্যাপী অনুষ্ঠানে দুই দেশের বুদ্ধিজীবী কবি সাহিত্যিক সংস্কৃতি কর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, লেখক ইতিমধ্যে কাব্যকথা সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত “জাতীয় সাহিত্য উসব-২০২৩” অনুষ্ঠানে কাব্যসাহিত্যে অবদানের জন্য ‘জাতীয় সাহিত্য পুরস্কার’ ও সনদপত্র পান।
‘সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার-২০২৩’ এর ‘বর্ষসেরা কবি-২০২২ ক্রেস্ট ও সনদপত্র’ পান এছাড়াও সন্মাননা স্মারক-২০২৩ গ্রহণ করেন।
কবি মো: মেহেবুব হক ৮ম ‘ফ্রেন্ডস অব হিউম্যানিটি আ্যওয়ার্ড-২০২৩’ এর ‘বর্ষসেরা কবি-২০২২’ বিভাগে এ বছর পুরস্কার পান ।
এছাড়াও তিনি ফ্রেন্ডস অব হিউম্যানিটি আ্যওয়ার্ড-২০২৩’ এর ‘সাহিত্য ও সংগঠন’ বিভাগে এবছর খ্যাতিমান কবি ও সংগঠক আজীবন সম্মাননা পান ।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড 2023 , সম্মাননা সনদসহ ফেলোশীপ অর্জন করেন ।
লেখকের উল্লেখযোগ্য প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ:
১) ভালোবাসার নীলপদ্ম (২০১৯)
২) নিরন্তর তুমি (২০১৯)
৩) মানবতার দর্পণ (২০১৯)
৪) নীল প্রজাপতি (২০২০)
৫) নাতে রাসূল (সা.) (২০২১)
৬) মহামানব (২০২২)
৭) ঐশী ছোঁয়া (২০২৩)
৮) পবিত্রতার স্নিগ্ধ সাগরে (২০২২)
৯) মুগ্ধতার অন্তহীন দিগন্তে (২০২২)
১০) ভালোবাসার অচিন পাখি (২০২৩)