মলয়চন্দন মুখোপাধ‍্যায়ের ভালোবাসার কবিতা

প্রকাশিত : মার্চ ২৫, ২০২৩

এক.
ভালোবাসা মানে কুন্দফুলের ছায়ায়
হাতজোড় করে নিজের বসতে শেখা
ভালোবাসা মানে খোলা আকাশের তলে
মধ‍্যদুপুরে শীত-শীত অনুভব।
ভালোবাসা মানে নিজের সর্বনাশ
সব ফিরে পাওয়া সর্বনাশের পরে
সমারোহময় বাইরে খুঁজো না তাকে
তারাজ্বলা রাতে খোঁজ নিও অন্তরে।

দুই.
ভালোবাসা স্বপ্নের নদীতে
নিশীথে সোনালি সাঁকো পেরনো!
সাঁকো টলে অবিরত, যদিও
স্বপ্নের তাতে যায় আসে না।

তিন.
ভালোবাসা এলে আকাশ নিকটে আসে
তারাগুলি কেউ ছোট্ট থাকে না আর
চাঁদে কলঙ্ক মুছে যায় অনায়াসে
শুধু দুজন‍েরই মনে হয় চরাচর।

চার.
ভালোবাসা নয় প্রতিদিনকার ভোর
ভালোবাসা এক দৈববাণীর মতো।
ভালোবাসা জেনো অক্ষরে অক্ষর
সাজানোর খেলা আজীবন, অবিরত।
আখর যেদিন মিলে যাবে ঠিকঠাক
ভালোবাসা সেই সুপ্রভাতে দেবে ডাক।

পাঁচ.
ভালোবাসা জ্বালে ক্ষণিক সুখের আলো
বাকিটা জীবন দুঃখ সে জমকালো।
সুধাভরা তার নিকষ নিঠুর কাপে
সেই পেয়ালায় বিষ থরোথরো কাঁপে।
ভালোবাসা এক দারুণ বহ্নিশিখা
মুছে যাওয়া জলরঙের কুঝ্বটিকা।
বিষ ও অমৃত এক পেয়ালায় ঠাসা
সাহসী পানীয়, তারই নাম ভালোবাসা।