মনোজিৎ মিত্রর খুদে কবিতা ‘লগবুক’

প্রকাশিত : অক্টোবর ০২, ২০২৩

১. — কি করিস?
মনে করি, পূর্বজন্মের পাপ।

এই যে ঘুম আসে না, তোমারে মনে পড়ে
এখন জল ভরা দুনিয়ায় আমার কেউ নাই!

 

২. কী করি,
আমি কী করি?
সামনে শুয়ে আছে সর্বনাশ
তার পাশে গিয়ে শুয়ে পড়ি?

 

৩. ভালোবেসে তুমি, শিখিয়েছ ছল
তবু কেন চোখ ভরে আসে জল?

 

৪. কথা দিচ্ছি—
কথা রাখবো না, আর
এলোমেলো করে দেব
সব গোছানো সংসার!

 

৫. ইচ্ছে করে—
লাফানো হৃদয়টারে খেয়ে ফেলি কাঁচা
মনে হয় তাতে খুব, ভালো যেত বাঁচা।

 

৬. প্রভু,
মরণ না থাকলে, —মানুষ কী করতো
কীভাবে কাটাতো তারা পরস্পর দিন?

 

৭. কী বলি,
আমি কী বলি?
বয়ে যাচ্ছে সর্বনাশা কাল
চলো; তার সঙ্গে, পথ চলি?