দিমিত্রি পেসকভ

দিমিত্রি পেসকভ

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ভয়ংকর দিকে মোড় নিচ্ছে: রাশিয়া

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ০২, ২০২৪

উত্তাল মধ্যপ্রাচ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। আজ বুধবার ক্রেমলিন থেকে পাঠানো বিবৃতিতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার ইজরায়েলি ভূখণ্ডে হামলা চালাায় ইরান। ইরান জানায়, ফিলিস্তিনের গাজা ও লেবাননে অনবরত ইজরায়েলি হামলার প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিয়েছে।

এ পরিস্থিতে আগে থেকেই উত্তাল মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “পরিস্থিতি খুবই ভয়ংকর দিকে মোড় নিচ্ছে। আমরা সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাই। আর বেসামরিকদের প্রাণ যায় এমন যেকোনো পদক্ষেপের নিন্দা জানাই আমরা।” সূত্র: আল জাজিরা