ভোর থেকেই শহিদ মিনারে জড়ো হচ্ছে সারা দেশের শিক্ষার্থীরা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ডিসেম্বর ৩১, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে ‘মার্চ ফর ইউনিটি’তে যোগ দিতে আজ মঙ্গলবার ভোর থেকেই কেন্দ্রীয় শহিদ মিনারে আসতে শুরু করেছে সারা দেশের শিক্ষার্থীরা।

শহিদ মিনারে আজ ভোর থেকেই শুরু হয় মঞ্চ তৈরির কাজ। গণজমায়েতে অংশ নিতে সোমবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বিভিন্ন জেলার শিক্ষার্থীরা।

সকাল ৭টার মধ্যেই শহিদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেয় উত্তরের বিভিন্ন জেলা পঞ্চগড়, নাটোর ও সিরাজগঞ্জের শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, ফ্যাসিবাদবিরোধী শপথে সারা দেশের মানুষ এক হওয়ার শপথ নেবে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে দুই দিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলে। হঠাৎ করে এই ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো, এর প্রভাব কী হতে পারে— এসব বিষয় বুঝতে চাইছিল বিভিন্ন রাজনৈতিক দল।

ঘোষণাপত্রের পক্ষে-বিপক্ষে তর্কবিতর্কের পাশাপাশি বিষয়টি নিয়ে রাজনীতিতে একধরনের উত্তাপ তৈরি হয়। এ প্রেক্ষাপটে সোমবার রাত পৌনে ২টার দিকে রাজধানীর বাংলামোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সেখানে বলা হয়, আজ মঙ্গলবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ (ঐক্যের জন্য যাত্রা) কর্মসূচি পালন করা হবে।