ভারতে সীমান্তে বাংলাদেশির মরদেহ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ডিসেম্বর ০৪, ২০২৪

সিলেটের কোম্পানীগঞ্জের ভারত সীমান্তে পড়ে ছিল বাংলাদেশি আশরাফ উদ্দিনের (৬৫) মরদেহ। আজ বুধবার সকাল ৯টার দিকে সীমান্তের ওপারে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষ।

পরে বিকেল সোয়া ৬টার দিকে ভারতীয় পুলিশ মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। আশরাফ উদ্দিন কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত এলাকার বাটরা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফ প্রায়ই সীমান্তের ওপারে গিয়ে কাঠ কেটে নিয়ে আসেন। মঙ্গলবার সকালেও তিনি কাঠ আনতে ওপারে যান। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাতেও আর বাড়ি ফেরেননি।

আজ বুধবার সকাল ৯টার দিকে কালাইরাগ সীমান্তের ১২১৫ নম্বর পিলারের (ভারতের) অভ্যন্তরে আশরাফের নিথর দেহ পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যদের খবর দেয় স্থানীয় লোকজন।

মরদেহের পাশে কাঠের বোঝা পড়েছিল। পরে খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিকেল সোয়া ৬টার দিকে ভারতীয় পুলিশ মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন, “প্রাথমিক পাওয়া তথ্যমতে, আশরাফ উদ্দিন পাহাড় থেকে পড়ে মারা গেছেন। নিহতের শরীরে গুলি বা আঘাতের কোনো চিহ্ন নেই। নিয়ম অনুযায়ী মরদেহ হস্তান্তর করা হয়েছে।”