
ভারতীয় স্পাই ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৫
নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারতীয় কোয়াডকপ্টার (স্পাই ড্রোন) ভূপাতিত করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। আজ মঙ্গলবার ভিম্বর জেলার মানাওয়ার সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের সময় এ ঘটনা ঘটে।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছে আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলে ভারতীয় কোয়াডকপ্টারটি ভূপাতিত করা হয়। পাকিস্তান সেনাবাহিনী সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে এবং শত্রুর এই বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা ব্যর্থ করেছে।
নিরাপত্তা সূত্র আরও জানায়, পাকিস্তান সেনাবাহিনী যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক এবং কার্যকরভাবে জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। সূত্র: জিও নিউজ