বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছবি শেয়ার করলেন স্বস্তিকা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ০৩, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন করেছে দেশের তারকারা পাশাপাশি দেশের বাইরের তারকারাও। সম্প্রতি এই আন্দোলনের ভাইরাল একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

শুক্রবার ঢাকায় তোলা ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কপালে বাংলাদেশের পতাকা বেঁধে রিকশায় দাঁড়িয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের দিকে ‘স্যালুট’ জানাচ্ছেন এক রিকশাচালক।

ছবিটি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, “তোমার মনে যে জন আছে, আমার মনেও সে জন আছে। বারবার, প্রতিবছর এমন ছবি দেখা যায় না। আলে কালে দেখা যায়।”

এর আগে কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলেছিলেন স্বস্তিকা মুখার্জি। নিহত আবু সাঈদের আঁকা ছবি ফেসবুকে পোস্ট করে ভারতীয় অভিনেত্রী লিখেছিলেন, “অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করব বাংলাদেশ শান্ত হবে।”