বৈরুতে ইরানি কমান্ডারের মরদেহ উদ্ধার

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১২, ২০২৪

বৈরুতে পাওয়া গেছে ইরানি কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরোওশানের মরদেহ। ২৭ সেপ্টেম্বর দক্ষিণ লেবাননের দাহিয়েহ অঞ্চলে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সাথে তাকে হত্যা করে ইজরায়েল।

শুক্রবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জনসংযোগ বিভাগ জানিয়েছে, কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরৌশনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দাহিয়েহ অঞ্চলটি হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে বিবেচিত। এ কারণে কয়েক সপ্তাহ ধরে সেখানে হামলার মাত্রা বাড়িয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

১ অক্টোবর হাসান নাসরুল্লাহ ও আব্বাস নিলফোরোওশানকে হত্যার প্রতিশোধ হিসেবে ইজরায়েলে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এ নিয়ে বর্তমানে ইরানে হামলা চালানোর ছক কষছে তেল আবিব। সূত্র: মেহর নিউজ