বুল্লেহ শাহ

বুল্লেহ শাহ

বুল্লেহ শাহ’র গান ‘বুল্লেয়া কি জানে, আমি কে?’

প্রকাশিত : সেপ্টেম্বর ২১, ২০২০

পাঞ্জাবের সুফিকবি ও দার্শনিক বুল্লেহ শাহ ১৬৮০ সালে পাঞ্জাবের ভাওয়ালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা নাম শাহ মুহাম্মদ দরবেশ; তিনি পেশায় ছিলেন শিক্ষক এবং ধর্ম প্রচারক হিসাবে একটি মসজিদে কাজ করতেন। বুল্লেহ শাহের পূর্বপুরুষরা বুখারা থেকে এসেছিলেন। তার পূর্বপুরুষরা নবি মুহাম্মদের (স.) বংশধর। বুল্লেহ শাহের যখন ছয় মাস বয়স, তখন তার পরিবার মালাকওয়ালে বসবাস শুরু করেন। তিনি মাওলানা মইনুদ্দিনের কাছে শিক্ষা লাভ করেন।

কবিতার ধরনের দিক থেকে বুল্লেহ শাহ’র ধরন ছিল কাফি, যা সুফি অধিবিদ্যা ওয়াহদাতুল উজুদ দ্বারা প্রভাবিত। এটি পাঞ্জাবি ঘরানার একটি রাগ, সিন্ধি এবং সিরাকি কবিতা শুধু সুফি এবং সিন্ধিদের এবং পাঞ্জাবিদের দ্বারাই ব্যবহারিত হতো না বরং শিখ গুরুরাও তা ব্যবহার করতেন। বুল্লেহ শাহ ছিলেন মানবতাবাদী। তাকে পাঞ্জাবের লালন হিসেবে চিহ্ণিত করা যায়। ১৭৫৭ তিনি মারা যান। তার কবর `কাসুর` এ অবস্থিত, যা বর্তমানে পাকিস্তানের অংশ।

`বুল্লা কি জানাঁ ম্যাঁয় কৌন’ (বুল্লে, আমি জানি না আমি কে) শিরোনামের গানটি রচনা করে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন। এই গানটি বাংলায় ভাষান্তর করেছেন কবি সাঈফ ইবনে রফিক। ছাড়পত্র ডেস্ক

মসজিদের মধ্যেই আমি অবিশ্বাসী
আমিতো কাফেরও না
পাকের মধ্যে নাপাকও না
আমি মূসাও না, ফেরাউনও না।
বুল্লেয়া কি জানে, আমি কে?

আমি বেদেও নাই
গাঁজায় নাই, মদেও নাই
মাতালের মাতলামিতেও নাই
জেগে নাই, ঘুমেও নাই।
বুল্লেয়া কি জানে, আমি কে?

বিয়েতে নাই, বিচ্ছেদেও নাই
আমিতো পাক-নাপাকের মধ্যেও নাই
পানিতে নাই, মাটিতেও নাই
আগুনেও নাই, বাতাসেও নাই
বুল্লেয়া কি জানে, আমি কে?

আমি আরব না, লাহোরিও না
হিন্দি না, নাগাউরিও না
হিন্দু, তুর্ক, পেশওয়ারিও না।
আমিতো হিমাচলের নৌদানেও থাকি না।
বুল্লেয়া কি জানে, আমি কে?

না আমি মাজহাবের কথা বুঝেছি
না আমি আদম-হাওয়া থেকে জন্মেছি
না নিজের নাম ধারণ করেছি
না আমি স্থির, না আমি অস্থির
বুল্লেয়া কি জানে, আমি কে?

শুরু নাকি শেষ, আমি জানি না।
অন্য আমাকেও আমি চিনি না।
আমার চেয়ে কে আছে সেয়ানা?
বুল্লেয়া, ওখানে কে আছে দাঁড়িয়ে?
বুল্লেয়া কি জানে, আমি কে?