বিবি সাজেদা
বিবি সাজেদার কবিতা ‘সখিনা’
প্রকাশিত : মে ২১, ২০২২
সখিনা, তুমি কেন চোদাচুদি করো?
তুমি আমার প্রেমিকরে করছো,
আমার সোয়ামিরে করছো।
ইদানীং আমার শ্বশুরের কাছে যাতায়াত করো।
সখিনা, তুমি তো হইতে পারো নারীবাদী
অথবা সমাজতন্ত্রী।
ছোটখাটো পোশাক পইরা বা বস্তাপচা সস্তা কথা কইতে পারো মাইক দিয়া।
পাবলিক তো ভালই খাইবো তোমার কথা।
যেমন খায় তোমার ফটো অথবা
শরীরখানা।
সখিনা, তুমি কিস্তি তোলো না ক্যানো?
গ্রামীণ ব্যাংক, আশা, প্রশিকা, ব্র্যাক
কত নামবাহাহি এনজিও বইসা আছে
তোমারে ঋণ দেয়ার জন্য।
তুমি সেলাই মেশিন কিনো না ক্যানো?
দর্জি দোকান দিতে পারো।
পান-বিড়ির দোকান দিতে পারো।
হাস-মুরগি বা গোরু পালতে পারো।
তোমারে দেয়া হইতে পারে শ্রেষ্ঠ উদ্যোক্তার পুরস্কার।
সবাই আফসোস করতে পারে এইটা জাইনা যে, তুমি হইছিলা রেপ, বাল্যবিবাহ বা প্রেমপ্রতাড়িত।
তোমার সোয়ামির মাইরের দাগ এখনো বহন করতাছে তোমার পিঠ।
যতটা না পেটে-পিঠে সেই দাগম তারচে বেশি বিস্তৃত তোমার হৃদয়ে।
তুমি তো সে সকল ভুইলা হাসিমুখে বিটিভিতে একখান ইন্টারভিউ দিতে পারো।
সখিনা, তুমি পলিটিক্স করো না ক্যানো?
শরীর ভাইঙা খাওয়ার চে কথা ভাইঙা খাও, ব্যাপক লাভ হইবো।
পেরেশানিও কমবো।
সখিনা, তুমি লাইসেন্স করছো?
নাকি লাইসেন্স ছাড়াই কাজকারবার সারো।
তোমার কাছে কারা যাতায়াত করে?
অথবা তুমি কাদের কাছে?
সখিনা, তুমি লজ্জা পাইতেছো ক্যানো?
বাইজেন্টাইনগো খানকি আছিলো,
অটোম্যানগোও আছিলো।
আরো আছিলো মুঘলদের।
বাংলার নবাবরাও তো কম যায় নাই।
তাগো হেরেম ভরা থাকতো খানকি আর বেগমে।
বেগম শুনলে সম্মান আসে বেশি?
কারণ বেগম হইলো পার্মানেন্ট খানকি।
এবং খানকির চেয়েও বেশি দাসী
যদি না থাকে তার আয় রোজগার।