বিজয়ের রাতে মঞ্চে সুরের মুর্ছনা ছড়ালেন জেমস
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ১৭, ২০২৪
সোমবার বিজয় দিবসে সবার আগে বাংলাদেশ কনসার্টের শেষ আকর্ষণ ছিলেন নগর বাউল জেমস। রাত পৌনে ১০টার দিকে তিনি মঞ্চে ওঠেন। এরপর সুরের মুর্ছনায় মোহিত করেন দর্শকদের।
‘কবিতা’ গান দিয়ে শুরুর পর ‘মা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘মীরাবাই’, ‘সুন্দরী তমা’ ‘আসবার কালে আসছি একা’ ও শেষে ‘পাগলা হাওয়া’ দিয়ে শেষ করেন জেমস। দেশের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় তারকাদের মিলন মেলা বসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে।
কনসার্টে আরও গেয়েছেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, আসিফ আকবর কনা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফারসহ একদল লোকশিল্পী।
টানা ৯ ঘণ্টা কনসার্ট। মাঝে কোনোই বিরতি নেই। শিল্পীরা একে একে এলেন আর দর্শক মাতিয়ে চলে গেলেন। এই সময়ের মধ্যে ১৫ সংগীতশিল্পী শুনিয়ে গেলেন প্রায় ৫৫টির বেশি গান। এত দীর্ঘক্ষণ সময় ধরে কনসার্ট দেশে সচরাচর দেখা যায় না।
মহান বিজয় দিবসে সবার আগে বাংলাদেশ শিরোনামে রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউয়ে উন্মুক্ত কনসার্টটি আয়োজন করে বিএনপি। এই কনসার্টে নেতাকর্মীরাসহ যোগ দেয় সর্বস্তরের মানুষ। লাখো মানুষ মেতে ওঠে বিজয় উল্লাসে।