বিখ্যাতদের প্রথম প্রেম

রিক্তা রিচি

প্রকাশিত : আগস্ট ২০, ২০১৯

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের প্রথম প্রেম হয়েছিল তার দূর সম্পর্কের চাচাতো বোনের সঙ্গে। নাম শোভনা দাশ। তিনি শোভনা দাশকে কত ভাবে যে চাইতেন! চাইতেন শোভনা দাশের মনেও তার জন্য প্রেম জেগে উঠুক। শোভনাও তাকে মন থেকে ভালোবাসুক। শোভনা দাশও নানা ভাবে মুগ্ধ করে রাখতো কবিকে।

বরিশাল থেকে কলকাতায় কবি চাচার বাড়িতে বেড়াতে গেলে, বাড়িতে যখন কেউ থাকতো না, তখন দুজন দরজা বন্ধ করে গল্প করতো। কবি তাকে যতটা ভালোবাসতেন, শোভনার কাছ থেকে ততটা পাননি। কখনো কখনো কবি খুব অনিরাপত্তায় ভুগতেন। কবির মনে হতো, শোভনা কেবল খামখেয়ালিই করে। আরেকটু বিশ্বাস, বিশ্বাস্ততা, যত্ন প্রত্যাশা করতেন তার কাছ থেকে।

জীবনানন্দ যখন সিটি কলেজের শিক্ষক ছিলেন এবং পরবর্তীতে কর্মহীন হয়ে ঘুরে বেরিয়েছেন তখন শোভনাকে চিঠি লিখতেন। শোভনার কথা ভেবে ভেবে সে কতবার যে নিজের সঙ্গে সঙ্গম করেছে তারও পরিচয় পাওয়া যায় বিভিন্ন গ্রন্থে। কিন্তু শেষমেষ শোভনা তার জীবনে আসেনি। জীবন, যৌবন, যৌনতার তাড়নায় কবি এক প্রকার বাধ্য হয়েই বিয়ে করেছেন লাবণ্য দাশ নামের এক নারীকে। প্রথম ভালো লাগার মেয়েটি, যার সঙ্গে দরজা বন্ধ করে গল্প করতো, রাত জেগে জেগে চিঠি লিখতো, তাকে সে তার জীবনে পায়নি।

কথিত আছে, পল্লীকবি জসীম উদ্‌দীনও তার চাচাতো বোনের সঙ্গে প্রেম করতেন। আবার কেউ কেউ মনে করেন রসুলপুরের সেই আসমানীই ছিল কবির প্রেমিকা।

কবি হেলাল হাফিজের জীবনে অনেক প্রেম এসেছে। তার প্রথম প্রেম ছিল তার থেকে বারো বছর বয়সী এক নারীর সঙ্গে। নাম সবিতা। সবিতার শাসন, যত্ন এই বিষয়গুলোকে কবিকে মুগ্ধ করতো। শিক্ষক ও সাংবাদিক সামিয়া রহমানের সঙ্গে এক আলাপচারিতায় কবি বলেছিলেন, সবিতার মাতৃরূপটাই আমাকে বেশি মুগ্ধ করতো। কবির কবিতায়ও সবিতা দিদির নাম উল্লেখ আছে। পরবর্তীতে অবশ্য তার জীবনে অনেক প্রেমিকা এসেছে। প্রথম প্রেমিকা স্থায়ী হয়নি। দ্বিতীয় প্রেমটি তিনি করেছেন হেলেন নামের একজনের সঙ্গে। সে প্রেমকাহিনীও করুণ এক গল্প। সেটি না হয় আরেকদিন বলবো।

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম প্রেম ছিল অসিম মার্চেন্টের সঙ্গে। সিনেমায় আসার আগে প্রিয়াঙ্কা মডেলিং করতেন। অসিমও ছিলেন মডেল। দুজন দুজনকে নিয়ে স্বপ্ন দেখলেও পরবর্তীতে সে প্রেম টেকেনি।

৫৩ বছর বয়সী সালমান খান এখনো বিয়ে করেননি। বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনেত্রীদের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। কিন্তু তারা কেউই সালমানের প্রথম প্রেম প্রণয়ের সাথে জড়িত ছিলেন না। সালমান খানের প্রথম প্রেমিকা ছিলেন সঙ্গিতা বিজলানি। প্রচণ্ড বিশ্বাস, বিশ্বস্ততা নিয়ে প্রেম করছিলেন তারা। বিয়ের কথাও এক প্রকার পাকাপাকি হয়ে গিয়েছিল। কিন্তু শেষমেষ সঙ্গিতার সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়।

বলিউড অভিনেতা রণবীর কাপুর প্রথম জীবনে অবন্তিকা মালিকের সঙ্গে প্রেম করতেন। নিয়মিত ডেট করতেন তারা। তাদেরও অনেক স্বপ্ন ছিল, আবেগ ছিল। কিন্তু শেষমেষ অবন্তিকা বিয়ে করেন অন্য একজন বলিউড অভিনেতাকে। রণবীর কাপুরের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়।

একবার এক বৃদ্ধ দাদির সঙ্গে কথা বলতে গিয়ে শুনলাম তার প্রেম কাহিনীর কথা। তার প্রথম প্রেমিককে সে সত্তর আশি বছর বয়সেও ভুলতে পারেনি। বিচ্ছেদের অনেক পরেও সুযোগ পেলে সেই প্রেমিককে চিঠি পাঠাতো সে। প্রেমিকও তাকে চিঠি পাঠাতো। অথচ দুজনেই ভিন্ন দুই সংসার, নাতি-নাতনি নিয়ে আছেন। সেই দাদিকে প্রথম জীবনে প্রেম করার কারণে অনেক মার খেতে হয়েছে, অনেক বঞ্চনার শিকার হতে হয়েছে। পরিবারের কাছে ছোট হতে হয়েছে। পরে পরিবারের চাপ ও শাসনের কারণে অন্য মানুষকে বিয়ে করতে হয়েছে।

বিভিন্ন কবি, সাহিত্যিক, অভিনেতা, অভিনেত্রী, সাধারণ মানুষের জীবন বিশ্লেষণ করলে দেখা যায়, অধিকাংশের প্রথম প্রেম টেকেনি। কখনো সময়, কখনো অপরিপক্কতা অথবা বাস্তবতা প্রথম প্রেমকে পরিণতির পর্যায়ে নিয়ে যেতে দেয়নি। কেউ কেউ বলেন প্রথম প্রেম একেবারে ভুল সময়ে আসে। কোনো কিছু বোঝার আগেই আবার ভেঙে যায়। আবার কেউ কেউ বলেন প্রথম প্রেম জীবনকে নতুনভাবে ভাবতে শেখায়। জীবনের সৌন্দর্য উপলব্ধি করতে শেখায়। আরেকটু আবেদনময়তা শেখায়।

প্রথম প্রেমের অনুভূতি হয় দারুণ। থাকে অন্যরকম এক টান। যেন সেই নির্দিষ্ট কোনো মানুষ ছাড়া তার জীবনে আর কেউ নেই, কিচ্ছু নেই। প্রথম প্রেমের অনুভূতি, প্রথম কোনো মানুষের জন্য মায়া অনুভব, প্রথম প্রেমিক/প্রেমিকার হাত ধরার স্পর্শ, প্রথম চুম্বনের স্বাদ মানুষ ভুলতে পারে না। প্রথম প্রেম জীবনে স্থায়ী না হলেও, বুকের ভেতরের কোনো একটি ঘরে সেটি রয়ে যায় খুব নিরবে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার চরণকে কিঞ্চিত পরিবর্তন করে বলতে হয়, রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে।