বলদ জনগণ রাজনীতি বোঝে না, সরকার বোঝে

সাদ রহমান

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৪, ২০২৫

হাসিনার ছবি সাঁটাইয়া সেইখানে টিস্যু ফেলার অর্থ, হাসিনার ডাস্টবিনায়ন নয়। এইটা হাসিনা-পূজার অংশ। আপনারা যাই ভাবেন না ক্যানো, আর যতই নাচেন না ক্যানো— সরকার সুচিন্তিতভাবেই এই হাসিনা-পূজা করতেছে।

এতদিন দেয়ালে চিকা মাইরা করছে। এখন ডাস্টবিনের নামে করতেছে। নিকট ভবিষ্যতে সিমেন্টের বস্তুতে হাসিনা-স্তম্ভ বানাইয়া করবে। আপনারা বলদ জনগণ এইসব রাজনীতি বোঝেন না, তাই আপনারা জনগণ। আর সরকার এইসব বোঝে, তাই সে সরকার।

বিএনপির রাজনীতি কী, তা ভাবার চেষ্টা কইরেন। বিএনপির এখন রাজনীতি কী? বিএনপির রাজনীতি হইলো, হাসিনাকে ইতিহাস থেকে মুইছা দেওয়া। আর আওয়ামী লীগের টোটাল ন্যারেটিভটাকে দখল কইরা ফেলা। আল্টিমেটলি, আওয়ামী লীগের ভোট, সমর্থন ও রাজনীতি সবই নিজের পকেটে ঢুকাইয়া ফেলা।

এইটুকু যদি বোঝেন তাইলে বুঝবেন— অন্যপক্ষে, আসিফ মাহমুদদের রাজনীতি হইলো হাসিনাকে বাঁচাইয়া রাখা। হাসিনা যদি মুইছা যায়, তাইলে এই সরকারের রাজনীতি ও বৈধতা সবই শেষ হইয়া যাবে। ফলে, প্রফেসর ইউনূস থেকে শুরু কইরা তার মুখপাত্র ও আসিফ মাহমুদরা— সবারই এখন একটাই কাজ, সেটা হইলো, যেকোনো মূল্যে হাসিনাকে জীবিত রাখা।

হতাশাজনক হইলেও সত্য, বিএনপির গাধারা সরকারের এই ট্র‍্যাপে পা দিছে। ফলে, পায়ের জুতা মাথায় নিয়া হাসিনাকে জীবিত করার জন্য ছুটছে। আমরা বুদ্ধিজীবীরা এইসব ভালো বুঝি। আর বুঝি বইলাই আমরা বুদ্ধিজীবী। আমরা আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করি।

কিন্তু আপনারা দলদাস, অথচ দলের কী ভালো তা বোঝেন না, এবং বোঝার আগেই নাচা আরম্ভ করেন। আল্টিমেটলি নিজের পুটকি নিজেরাই মারতে থাকেন। মারেন। অসুবিধা নাই।

কিন্তু মনে রাখবেন, ট্রমা ও রক্তপাতমুক্ত সভ্য জাতি তৈরি করতে হইলে আপনাদের সবার আগে হাসিনাকে অতিক্রম করতে হবে। আসিফ মাহমুদরা আপনাদেরকে এই কাজ করতে দেবে না। আসিফ মাহমুদদের ব্যাপারে যথাসম্ভব সাবধান থাকার চেষ্টা কইরেন।

লেখক: কবি