
সুরমা আক্তার
বইমেলায় সুরমা আক্তারের গল্পগ্রন্থ ‘ত্রয়ী’
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ফেব্রুয়ারি ০৭, ২০২৪
প্রতি বছরের ন্যায় এবারও একুশের বইমেলায় অনেক নতুন পুরাতন কবি সাহিত্যিকদের নতুন বই প্রকাশিত হচ্ছে। তারই আলোকে বাউল মেলার সাবেক এডমিন কবি সুরমা আক্তারে তিনটি গল্পের সমন্বয় একটি গল্পগ্রন্থ "ত্রয়ী" প্রকাশিত হয়েছে।
উক্ত বইটি ৯ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে ৪ টায় গল্পগ্রন্থ #ত্রয়ীর কেক কেটে মোড়ক উন্মোচন করা হবে।
মোড়ক উম্মোচন অনুষ্ঠানে লেখক আমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।
একুশের বই মেলায় উপস্থিত হয়ে গল্পগ্রন্থ #ত্রয়ী বইটি সফলতা কামনা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
সাহিত্য প্রেমী বন্ধুরা ৩:৩০ মধ্যে চলে অসবেন একুশের বই মেলায়। পাওয়া যাচ্ছে শব্দশিল্প প্রকাশনীর ৮৯,৯০৯১ স্টলে।