
বইমেলায় জয়শ্রী দাসের উপন্যাস ‘ঐ ডাক’
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ফেব্রুয়ারি ২২, ২০২৪
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক জয়শ্রী দাসের কিশোর উপন্যাস ‘ঐ ডাক’। বইটি প্রকাশ করেছে টাঙ্গন প্রকাশন। দাম ২৫০ টাকা। প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। বইটি পাওয়া যাচ্ছে মেলার টাঙ্গনের ২৩৭ নাম্বার স্টলে।
উপন্যাস সম্পর্কে জয়শ্রী দাস বলেন, ‘এটি কিশোর রহস্য উপন্যাস। পাঁচটি পরিবারের গল্প। যাদের মধ্যে সম্পর্ক থাকে ভীষণ ভালো। খুব কাছাকাছি বাড়িতে তারা থাকে। সবার সম্পর্ক ভীষণ ভালো। তাদের সঙ্গে সংযুক্ত হয় গ্রাম থেকে আসা তিনটি ছেলে। তারাও পাঁচটি পরিবারকে সাহায্য করার চেষ্টা করে। কিন্তু এরই মধ্যে পাঁচটি পরিবার থেকে হারিয়ে যায় একটি ছেলে।’
এর আগে লেখকের পাঁচটি উপন্যাস ও একটি গল্পের বই প্রকাশিত হয়েছে। প্রকাশিত উপন্যাস: দেশ ও একটি জঠরের মৃত্যু, একটি অন্যরকম গল্প (২০১৮), সে এবং দ্বিতীয় (২০১৯), সদয় অবগতি (২০২০), তুমি আছো কবিতা নেই (২০২১)।