বইমেলা: আসছে নতুন বই বাড়ছে কেনাবেচা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৬, ২০২৪

অমর একুশে বইমেলার ষষ্ঠ দিন। প্রতিদিনই মেলায় আসছে নতুন নতুন বই। বাড়ছে কেনাবেচাও। প্রকাশকরা জানিয়েছেন, মেলায় নতুন যেসব বই আনার কথা তার ৩০ থেকে ৩৫ শতাংশ এসেছে। বাকিগুলো আসতে আরো সপ্তাহখানেক সময় লাগতে পারে। মেলার শেষ দুই সপ্তাহে বেশি বেচাকেনা হয় জানিয়ে তারা বলছেন, তার আগেই সব বই চলে আসবে।

 

মঙ্গলবার বইমেলায় পাঠক-দর্শনার্থীদের বেশ ভিড় ছিল। বিকেলে কিছুটা ঢিলেঢালা থাকলেও সন্ধ্যার পর ভিড় বাড়তে থাকে। কবি প্রকাশের স্টল ব্যবস্থাপক সজিব বলেন, আমাদের ২০টি বই আসার কথা। এর মধ্যে মাত্র ৫-৬টি বই এসেছে। বাকি বইগুলো এই সপ্তাহের মধ্যে আসবে। এখন অনেকেই আসছেন। বই দেখে চলে যাচ্ছেন। আবার কেউ কেউ কিনছেনও। তবে সব বই আসলে বেচাকেনা আরও বাড়বে বলে আমরা আশাবাদী।

 

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থিয়েটারকর্মী নাবিহা সুলতানা বলেন, এই নিয়ে তিন দিন মেলায় এসেছি। প্রতিদিনই আমার কাছে নতুন মনে হয়। কারণ একদিনে তো সব বই কেনা বা দেখা হয় না। প্রতিদিন আসি। বিভিন্ন স্টল ঘুরে নতুন নতুন বই দেখি। পছন্দ হলে কিনে নেই।

 

মেট্রোরেল চালু হওয়ায় ঢাকার উপকণ্ঠ থেকে অনেকে সহজেই মেলায় আসতে পারছেন। ফলে এবার মেলায় বেশি ভিড় হবে বলে মনে করছেন অনেকে। জনপ্রিয় কার্টুনিস্ট, রম্য সাহিত্যিক আহসান হাবীব বলেন, এবার মেলায় পাঠক বেশি আসার কারণ আছে। আসা-যাওয়ায় ভোগান্তি কম। মেট্রোরেল চালু হয়েছে। যে কারণে অনেক মানুষের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। সামনে আরও বেশি ভিড় হবে।

 

মঙ্গলবারের নতুন বই
মঙ্গলবার বইমেলায় নতুন এসেছে ১০৮টি বই। এর মধ্যে বিদ্যাপ্রকাশ এনেছে সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ ‘লেনিন কেন জরুরী’, পাঠক সমাবেশ এনেছে স্বকৃত নোমানের উপন্যাস ‘ইহযৌবন’, আগামী প্রকাশনী এনেছে শিতাংশু গুহের রাজনীতি বিষয়ক গ্রস্থ ‘সমালোচনা’, শিলালিপি এনেছে মনজুরুল আহসান বুলবুলেল বঙ্গবন্ধুবিষয়ক বই ‘পনেরো আগস্টের নেপথ্য কুশীলব’ ও স্থপতি ইয়াফেস ওসমানের কাব্যগ্রন্থ ‘পিতারই প্রতিচ্ছবি’, মিজান পাবলিশার্স এনেছে মুফতী মাসউদুল হাসানের ধর্মবিষয়ক বই ‘গল্পে গল্পে ইতিহাস ও উপদেশ’, বাংলা একাডেমি এনেছে ইমরুল ইউসুফের গবেষণাগ্রন্থ ‘শেখ লুৎফর রহমান ও বঙ্গবন্ধু : পিতা-পুত্র পরম্পরা’।

 

লেখক বলছি
‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন প্রাবন্ধিক খান মাহবুব, শিশুসাহিত্যিক শেলী সেনগুপ্তা, গবেষক নিগার চৌধুরী এবং কবি আহমেদ শিপলু। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি সাজ্জাদ আরেফিন, ফারহান ইশরাক এবং সৌম্য সালেক।

 

বুধবারের আয়োজন
বুধবার মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : গোবিন্দ চন্দ্র দেব’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক প্রদীপ কুমার রায়। আলোচনায় অংশগ্রহণ করবেন জয়দুল হোসেন এবং সাইফুল্লাহ মাহমুদ দুলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।