বিভিন্ন লেখখকের বই ................................  ছবি: সংগৃহীত

বিভিন্ন লেখখকের বই ................................ ছবি: সংগৃহীত

বই মেলায় বিক্রির শীর্ষে উপন্যাস

ছাড়পত্র ডেস্ক:

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৪

দ্রুত পরিবর্তনশীল বিশ্বে পাঠকের পাঠ রুচিতেও দ্রুত পরিবর্তন আসছে। একসময় মোটা দাগে সাহিত্য বলতে পাঠক বুঝত গল্প-কবিতা-উপন্যাস। বর্তমানে সেখানে বিপুল পরিবর্তন এসেছে। পাঠকের পাঠ চাহিদা যেমন ব্যাপ্তি লাভ করেছে, বইয়ের বিষয়েও অনেক বৈচিত্র্য এসেছে। বর্তমানে হেন কোনো বিষয় নেই, যে বিষয়ে বই পাওয়া যায় না। পাঠকের এই বৈচিত্র্যময় পাঠ রুচির কারণে প্রকাশকরাও নতুন নতুন বিষয়ে বই প্রকাশে উৎসাহিত হচ্ছেন।

বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলা ঘুরে পাঠক রুচি পরিবর্তনের বিষয়টি আঁচ করা গেছে। তবে বিভিন্ন প্রকাশনীর প্যাভিলিয়ন ও স্টল ঘুরে দেখা গেছে, সব বিষয় ছাড়িয়ে বিক্রির শীর্ষে উপন্যাস।

প্রকাশনা সংস্থাগুলোর ব্যবস্থাপক ও বিক্রয়কর্মীরা জানান, মেলায় রোমান্টিক এবং জীবনমুখী উপন্যাসের পাশাপাশি ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে লেখা উপন্যাস বেশি বিক্রি হচ্ছে। এর মধ্যে নতুন লেখকদের লেখা উপন্যাস যেমন বিক্রি হচ্ছে, একই সঙ্গে বিক্রি হচ্ছে প্রতিষ্ঠিত কথাসাহিত্যিকদের লেখা উপন্যাস। এর বাইরে ক্লাসিক উপন্যাসের প্রতিও পাঠকের চাহিদা রয়েছে।

মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে জ্ঞানকোষ প্রকাশনীর বিক্রয়কর্মী রওনক তাবাসসুমের সঙ্গে কথা হয়। তিনি বলেন, আমাদের প্রকাশনীতে সব ধরনের উপন্যাসের বিক্রি ভালো। ক্লাসিক্যাল উপন্যাস যেমন- রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস বেশ বিক্রি হচ্ছে। আবার হুমায়ূন আহমেদ কিংবা ইমদাদুল হক মিলনের উপন্যাস যেমন বিক্রি হচ্ছে, নতুন লেখক তানভীর কবির সৈকত কিংবা শাহরিয়ার জাওয়াদের উপান্যাসও বিক্রি হচ্ছে।

অন্যধারার বিক্রয়কর্মী তাসলিমা আক্তার তিশা বলেন, আমাদের এখানে বেশি বিক্রি হচ্ছে উপন্যাস। সাদাত হোসাইনের উপন্যাসের কাটতি বেশ। এর বাইরে ইলমা বেহরোজের উপন্যাসও বিক্রি হচ্ছে।

বইমেলায় এসেছিলেন কথাসাহিত্যিক সুমন্ত আসলাম। তিনি বলেন, ‘এবারের মেলা বেশ জমেছে। এর কারণ হতে পারে, এবার এখনও আবহাওয়া ভালো, মেলায় ধুলাও কম। আবার এবার যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় মিরপুর, উত্তরা থেকে বইপ্রেমীরা অনায়াসে মেলায় চলে আসতে পারছেন।’

উপন্যাসের প্রতি পাঠকের ঝোঁক বেশি কেন, জানতে চাইলে তিনি বলেন, উপন্যাসকে বলা যায় কিছু গল্পের সংকলন। পাঠক মনে করে এ গল্প তার নিজের গল্প, তার কথা। এ কারণে পাঠক উপন্যাস পড়তে ভালোবাসে। ফলে উপন্যাসের কাটতি বেশি। তবে এখন নন-ফিকশন বইও ভালো বিক্রি হচ্ছে।

প্রথমা প্রকাশনীর বিক্রয়কর্মী সৌরভ বলেন, উপন্যাসের পাশাপাশি, ইতিহাস-সমসাময়িক রাজনীতি বিষয়ে বইয়ের চাহিদাও বেশ। আমাদের এখানে আনিসুল হক, আসিফ নজরুল, জাভেদ হুসেনের উপন্যাস বেশি বিক্রি হচ্ছে।

কথাপ্রকাশের মার্কেটিং ইনচার্জ ইউনুস বলেন, আমাদের এখানে হরিশংকর জলদাস ও আশানুর রহমানের উপন্যাস বেশ ভালো বিক্রি হচ্ছে।

নতুন বই: বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে জানানো হয়েছে, গতকাল বইমেলায় নতুন বই এসেছে ১১৫টি। এর মধ্যে বিশ্বকে চমকে দেওয়া আলোকচিত্র, লিখেছেন জাকির হোসেন, প্রচ্ছদ শিল্পী : বিপ্লব দত্ত। মেলায় বইটি প্রকাশ করেছে, আলোকায়ন, মূল্য : ৩০০ টাকা।

বাংলাদেশ: বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা। গ্রন্থটি লিখেছেন হীরেন পণ্ডিত। মেলায় বইটি প্রকাশ করেছে বিবেক পাবলিকেশন্স।

মাহমুদ দারবিশের ‘মুক্তিকামী মানুষের কবিতা’ অনুবাদ করেছেন শাহেদ কায়েস। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। মেলায় বইটি প্রকাশ করেছে বৈভব। মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।

পলি শাহীনার গল্পগ্রন্থ ‘বৃত্তের বাইরে’ মেলায় নিয়ে এসেছে বিদ্যা প্রকাশ। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।