ফিলিস্তিনিদের পুড়িয়ে মারার ভিডিও ভয়ংকর: হোয়াইট হাউস

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১৫, ২০২৪

গাজায় ইজরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনিদের জীবন্ত পুড়িয়ে মারার ভিডিও ও ছবি ভয়ঙ্কর ও গভীর বিরক্তিকর বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস।

সামাজিকমাধ্যমে এসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর ইজরায়েলি নিষ্ঠুরতার তীব্র সমালোচনা হচ্ছে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা আনাদোলুকে জানিয়েছেন, হোয়াইট হাউস গ্রাফিক ইমেজ দেখার পর ইজরায়েল সরকারের কাছে আমাদের উদ্বেগ পরিষ্কার করেছে।

মুখপাত্র আরও বলেন, “বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে ইজরায়েলের আরও কিছু করার দায়িত্ব রয়েছে। এখানে যা ঘটেছে তা ভয়ঙ্কর। এমনকি হামাস বেসামরিকদের মানবঢাল হিসাবে ব্যবহার করার চেষ্টায় করছে।

এর আগে রাতে ইজরায়েলের যুদ্ধবিমান মধ্য গাজানের দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহিদ হাসপাতালে হামলা করে। এতে চারজন নিহত ও ৪০ জন আহত হয়।

ইজরায়েলের বিরুদ্ধে অভিযোগ, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ঘুমিয়ে থাকার সময় কয়েক ডজন তাঁবু পুড়িয়ে দেয়।

মেডিক্যাল টিম বলছে, ক্ষতিগ্রস্থরা গুরুতরভাবে দগ্ধ হয়েছে। কিছু মৃতদেহ চেনার বাইরে পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানিয়েছে, আহতদের অধিকাংশ শরীরের দুই বা তিনভাগ পুড়ে গেছে।  তাঁবুতে ব্যবহৃত দাহ্য নাইলন ও কাপড় সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

গাজার সিভিল ডিফেন্সের মতে, ইজরায়েলের এই আগ্রাসন দেখিয়ে দিল যে, গাজার কোনো স্থানই এখন নিরাপদ নয়।