ফিওদোর দস্তয়েভ্‌স্কির আজ জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ১১, ২০২৪

বিখ্যাত রুশ সাহিত্যিক ফিওদোর দস্তয়েভ্‌স্কির আজ জন্মদিন। ১৮২১ সালের ১১ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ফিওদর মিখাইলোভিচ দস্তইয়েফ্‌স্কি। তার অনেক রচনাই বিশ্বসাহিত্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয়ে থাকে।

তার প্রধান সাহিত্যকর্মের মধ্যে রয়েছে, অপরাধ ও শাস্তি (Crime and Punishment), মৃত্যুপুরী (The House of the Dead), ইডিয়ট (The Idiot), ভূতলবাসীর আত্মকথা (Notes from Underground or Letters from the Underworld)। দস্তয়েভ্‌স্কি রচিত নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড (The Notes from Underground) অস্তিত্ববাদী দর্শনের ভিত্তি গড়তে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

১৮৩৭ সালে তিনি সেনাবাহিনীর প্রকৌশল কলেজে ভর্তি হন। চলে যান সাংক্‌ত পেতের্বুর্গে (সেন্ট পিটার্সবার্গ)। ১৮৩৮ সালের ৯ আগস্ট ভাইকে লেখা চিঠিতে জানান, শেকসপিয়র এবং প্যাস্কেলের সব সাহিত্যকর্ম, বালজাকের অধিকাংশ, গ্যেটে রচিত ফাউস্ট এবং ভিক্টর হুগোর প্রায় সব রচনা পড়ে শেষ করেছেন।
    
১৮৩৯ সালে দস্তয়েভ্‌স্কির বাবা তার অধীনে কর্মরত কৃষকদের হাতে নিহত হন। এটি দস্তয়েভ্‌স্কিকে প্রবল ভাবে প্রভাবিত করে। ১৮৪১ সালে তিনি সামরিক কলেজে কমিশন লাভ করেন। ১৮৪২ সালে লেফটেন্যান্ট পদ লাভ করেন।

১৮৪৩ সালে সামরিক বাহিনীর প্রকৌশল বিভাগে সেনা হিসেবে নিয়োগ লাভ করেন। বালজাকের একটি বইয়ের অনুবাদ তার প্রথম সাহিত্যকর্ম হিসেবে প্রকাশিত হয়। ১৮৪৪ সালে সামরিক বাহিনী থেকে পদত্যাগ করেন। পুরোদমে সাহিত্য রচনায় মন দেন।

১৮৪৫ সালে সাহিত্য জগতে পুরোপুরি আত্মনিয়োগ করেন। সমালোচকরা তাকে গোগলের যোগ্য উত্তরসূরী হিসেবে অভিহিত করেন। ১৮৪৬ সালে তার প্রথম উপন্যাস প্রকাশ পায়। ১৮৪৯ সালে ইউটোপীয় সমাজবাদী চিন্তাবিদদের সাথে যোগ দেয়ার অপরাধে ৪ এপ্রিল তিনি গ্রেফতার হন। ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেয়া হয়। তবে শেষমুহূর্তে দণ্ড রদ করা হয়। নতুন দণ্ড চার বছরের কারাবাস হয়।

১৮৫০ সালে প্রথমে ছিলেন সাংক্‌ত পেতের্বুর্গে পেত্রপাভ্‌লস্ক কারাগারে। পরে নেয়া হল ওম্‌স্‌কের একটি কারাগারে। ১৮৫৪ সালের মার্চ মাসে ছাড়া পান। কিন্তু সেনাবাহিনীতে ভাড়াটে সেনা হিসেবে যোগ দিতে তাকে বাধ্য করা হয়।

১৮৬১ সালে হাউস অফ দ্য ডেড প্রকাশ পায়। ১৮৬২ সালে ফ্রান্স ও ইংল্যান্ড বেড়াতে যান। ১৮৬৬ সালে ক্রাইম অ্যান্ড পানিশ্‌মেন্ট প্রকাশিত হয়। ১৮৬৮ সালে দ্য ইডিয়ট প্রকাশিত হয়।

বিশ্বসাহিত্যের মহৎ এই লেখক ১৮৮১ সালের ৯ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।