ফারুক আহমেদের কবিতা ‘একটি তর্জনি জাতির প্রতিভূ হয়ে ওঠে’
প্রকাশিত : আগস্ট ১৫, ২০২২
কীভাবে একটি তর্জনি জাতির জেগে ওঠার প্রতিভূ হয়ে ওঠে!
একটি পাঞ্জাবি হয়ে ওঠে সকালের মতো শুভ্র প্রেরণার প্রাত্যাহিকতা
কীভাবে তাঁর উচ্চারিত শব্দে ভর করে ভাষা পায় ফুল-পাখি প্রকৃতি;
ছাপান্ন হাজার বর্গমাইল বলে ওঠে- জয়বাংলা; সে পরম আশ্চর্য!
দেখতে পাচ্ছি, তাঁর পেছন পেছন বাংলাদেশ হাঁটছে;
তাঁর পেছন পেছন হাঁটছে একটি জাতির স্বপ্ন-স্বাধীনতা।
তিনি রেসকোর্স বলা মাত্র, লাঙ্গল, লাঠি, কাস্তে, বল্লম
এসে হাজির হচ্ছে রেসকোর্সে;
হাজির হচ্ছে তুলি, কণ্ঠ, কলম
হাজির হচ্ছে দুইশত বছর ধরে দূরে দাঁড়িয়ে থাকা স্বাধীনতা।
এইভাবে বাংলাদেশ এসে দাঁড়ালো তাঁর পেছনে;
দাঁড়ালো একটি নদী, সব নদী, সুন্দরবন, রয়েল বেঙ্গল টাইগার
স্বপ্নমাখানো একটি বাংলাদেশের সমান হাসি নিয়ে
লাল-নীল-বেগুনি-সবুজ কতরকমের বাংলার মানুষ;
এবং একটি বিস্ফোরিত দিন।
যে দিনটির নাম ২৬ মার্চ
যে দিনটি পিতার কনিষ্ট আঙুল ধরে হেঁটে হেঁটে
রক্ত, কান্না, নুয়ে পড়া দিনের পর দিন পেরিয়ে
এসে এই বাংলায় হয়ে গেল ১৬ ডিসেম্বর।