ফররুখ আহমদের পাঁচটি ইসলামি সঙ্গীত
প্রকাশিত : অক্টোবর ১৯, ২০২১
বাংলা ভাষায় ইসলামি সঙ্গীতের ধারাটি খুব বেশি সমৃদ্ধ নয়। বিগত শতকে কবি কাজী নজরুল ইসলামের হাতে প্রথম আধুনিক ইসলামি সঙ্গীতের ধারাটির সূচনা এবং তার হাতেই এর সাফল্যজনক বিকাশ ঘটে। পরবর্তীতে আমাদের প্রখ্যাত কবিদের অনেকেই ইসলামি সঙ্গীত রচনা করেছেন, কিন্তু তা যথেষ্ট নয়। এ প্রেক্ষাপটে ফররুখ আহমদের রচিত ইসলামি গানগুলো আমাদের ইসলামি সঙ্গীতের ধারাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে মূল্যবান অবদান রেখেছে। —মোহাম্মদ আবদুর রব
দাও আমাদের পূর্ণ ঈমান
দাও আমাদের পূর্ণ ঈমান মহান শিক্ষা তৌহিদের
গড়ব আবার ভ্রাতৃসমাজ বিশাল বক্ষে এ বিশ্বের।
দেশ, কাল, প্রথা, আঞ্চলিকতা
হবে সে হারানো অতীতের কথা
বর্ণ গোত্র হবে একাকার ভ্রাতৃসমাজের মহা প্রেমের।।
কূপমণ্ডুক বলে, সমুদ্র গণ্ডিতে ঘেরা তমসাময়
দেয় না সাগর কোনো উত্তর মুক্ত জীবনে অসংশয়।
দাও রাব্বানা আকাশ-উদার
আমাদের সেই হৃদয় আবার
মুক্তবুদ্ধি পূর্ণ বিবেক প্রাণশক্তি এ গতি পথের।।
নিষ্প্রাণ এই জাতিকে
নিষ্প্রাণ এই জাতিকে আবার হে মাবুদ, প্রাণবন্ত করো
মুমিনের এই নব জাগরণে সব জড়তার অন্ত করো।
গাফিল প্রাণের গাফলতি প্রভু যত শিথিলতা চূর্ণ করো
দুর্বল, ভীরু ঈমানদারের বক্ষ ঈমানে পূর্ণ করো।
শতধাছিন্ন যারা আছে দূরে মহান জামাতে যুক্ত করো
সৌভাগ্যের সূর্যকে ফের মেঘ ছায়া থেকে মুক্ত করো।
কূপমণ্ডুক প্রাণীকে আবার সুদূরের অভিযাত্রী করো
আমাদের তরে উজ্জ্বল দিন কদরের শুভ রাত্রি করো।
অসহায় ভীরু পাখিকে শাহবাজ শ্যেন পক্ষি করো
সারা দুনিয়ার সকল মুমিন কাবার খাদিম রক্ষী করো।
সব মুমিনের দিলে খোদা
সব মুমিনের দিলে খোদা জজবা নতুন সৃষ্টি করো
মরণ হিমের বুকে আবার প্রাণের দহন সৃষ্টি করো।
আনো সুদিন বিশ্ব ধারায় ভ্রাতৃপ্রেমের রোশনিতে
ঊষর মরুর শ্যামল, সবুজ কানন সৃষ্টি করো।
বিন্দু সমান রইবে কেন স্বার্থ গ্লানির জিন্দানে
যুক্ত প্রাণের জামাতে আজ সিন্ধু স্বপন সৃষ্টি করো।
বন্দি হয়ে রইবে কেন অন্ধকারে শ্রান্ত জীব
জুলমাতেরই এলাকাতে প্রখর তপন সৃষ্টি করো।
গণ্ডি ঘেরা এই জীবনে মুর্দা দিলের বস্তিতে
সুস্থ বিবেক, বুদ্ধি উদার, জীবন্ত মন সৃষ্টি করো।
মুক্ত করো মুহাম্মদের উম্মতে আজ রাব্বানা
রিসালাতের আলোকে ফের মহৎ জীবন সৃষ্টি করো।
হারানো তার ভূমিকাতে আসুক ফিরে মুসলমান
ইনকিলাবের জাগাও সাড়া, প্রাণ আরোড়ন সৃষ্টি করো।
কাবার আলোকে চালাও হে রব
কাবার আলোকে চালাও হে রব মুসলমানের এই কাফেলা
মিল্লাত থেকে যারা আছে দূরে কেউ যেন নাহি রয় একেলা।
বিচ্ছিন্ন এ জগৎ জীবনে
পাই অভিশাপ মোরা প্রতিক্ষণে
স্বার্থান্ধের বিবরে আত্মপ্রবঞ্চনার খেলি এ খেলা।।
ক্ষুদ্র স্বার্থে ভয় ভীরুতায় গণ্ডিবদ্ধ জীবনে এই
হে প্রভু, এখানে তোমার নবির সাচ্চা দ্বীনের নিশানা নেই।
করো আমাদের প্রসারিত মন
গণ্ডিমুক্ত উদার জীবন
ভ্রাতৃসমাজে জাগুক আবার শান্তি, প্রীতি ও প্রেমের মেলা।।
বলো, বজ্র কঠোর স্বরে নারায়ে তকবির
বলো, বজ্র কঠোর স্বরে আবার নারায়ে তকবির
গাও, সাচ্চা দ্বীনের জেহাদে ফের রৌশন তকদির।
বলো, ইবাদতের যোগ্য যিনি
অংশীবিহীন আল্লাহ তিনি
আল্লাহ ছাড়া কারো কাছে নোয়াই না তো শির।।
বলো, আমরা শুধু আল্লাহ পাকের দরবারে হই নত
গুঁড়িয়ে চলি বাতিল মতের পন্থা অবিরত।
বলো, দ্বীন ঈমানে অচঞ্চল
সত্যপথের যাত্রিদল
চলব পিষে মিথ্যা পাপের জিন্দান, জিঞ্জির।।
ইসলামি ফাইন্ডেশন থেকে প্রকাশিত কবির ইসলামি গানের সঙ্কলন ‘মাহফিল’ থেকে সংগৃহীত। ভূমিকা অংশটিও সেখান থেকে নেয়া।