প্রেমকাহিনি
উপন্যাস ৫
বিবি সাজদাপ্রকাশিত : জানুয়ারি ১৭, ২০২১
রানি বাওবিআতি লুকিয়েছিল। মহাচর ইচক টুইনচ্যাও তার কোনো খবর পাচ্ছে না। শুধুমাত্র দাসিচর সুন্দরী ইতুআ জানিয়েছে, রানি বাওবিআতি শাদা গোলাপের উপর সুগন্ধ পানীয় মানে গোলাপ পানি ছিটিয়ে দিয়েছে। তার নিগূঢ় নিহিতার্থ হলো, তাহার মাসিক পুষ্প ফুটিয়াছে। তার রক্তধারা তাকে তার দিকে মনোযোগ কারিয়া নেবে।
যুদ্ধক্ষেত্রে শুকুন উড়িতেছে। নারীসঙ্গ বিহনে সম্রাটের মন ও অঙ্গ উচাটন। বাওবিআতি যদি তার প্রিয় কুক্কুরীয়কে পাঠাইয়া দিতো তাহা হৈলেও চলিআ যাইতো। আহ! কুকুর প্রজাতিনী মানুষ প্রজাতির সঙ্গে সঙ্গমকালে এমন মধুর কেউকুইকাঁঈকে সঙ্গীত পরিবেশন করে যে, ভাবলেই মন চনমন করে!
রানি তার প্রিয়তম প্রেমিক পুরুষটিকেও তো পাঠাইতে পারে। সম্রাটের পুরুষ চোদন তো জগৎ বিখ্যাত। শালীর স্বামী নিহত। প্রেমিক পলাতক। তারপরও তেজ কমছে না। মাসিক পুষ্পের বাহানা ধরেছে।
কায়কাউস চালাক মাল। যত সহজে তারে কাবু করবো ভেবেছিলাম তত সহজ নয় বিষয়টা। সে পাখির মাধ্যমেও খবর রাখে। প্রাসাদে আসাই যার নিয়তি ছিল, সে তবুও আসলো না। রুকাইয়াকে সাজিয়ে গুছিয়ে রাখা আমার বৃথা গেল।
এবার আমি দুই নম্বর ফন্দি আঁটবো। সুলতান এখন নিরাপদ, দু’জাহান উল্টে গেলেও শুয়োরের বাচ্চা কায়কাউস তার দেখা পাবে না কোনোদিনই। আমার আপাতত কোনো কাজ নেই করার। গিলগামেস পড়ে কিছুদিন সময় কাটাতে পারি। ওদিকে পত্রবাহক একপত্র দিয়ে গেল।
আদরের বাওবিয়াতি,
তোমাকে চাবুক মারতে চেয়েছি বলে বেজায় নাখোশ হয়েছ বুঝতে পেরেছি। তোমার স্বামীধন তো আর ইহধামে নেই, লাংও এ মুহূর্তে পালিয়েছে। তুমি আমাকে গ্রহণ করতে পারো, আশা করি সন্তুষ্ট হবে।
পত্র থেকে কস্তুরির ঘ্রাণ আসছে,আমার খুব ঘুম পাচ্ছে। চলবে