‘প্রবাসীরাই বিশ্বের সামনে হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরেছিলেন’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ১৮, ২০২৪
প্রবাসীরাই বিশ্বের সামনে হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরেছিলেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা জানান।
সজীব ভূঁইয়া বলেন, “আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। ঠিক তখন আমাদের প্রবাসী ভাইরাই আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছিলেন।”
তিনি আরও বলেন, “তখন তারা প্রতিবাদ করেছেন এবং পুরো বিশ্বে সকল হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরেছেন। যার ফলে এই আন্দোলন সেই সময়ও টিকে ছিল এবং পরবর্তীতে এক দফায় রূপান্তরিত হওয়ার ক্ষেত্রেও আমাদের প্রবাসী ভাইদের অবদান স্মরণ করার মতো।”
কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, “সব কিছু উপেক্ষা করেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রবাসীরা দেশের পাশে দাঁড়িয়েছিলেন। আমরা দেখেছি, বিশ্বের যে দেশগুলোতে সভা-সমাবেশ করা নিষিদ্ধ, সেখানেও কোনো প্রকার আইনের তোয়াক্কা না করে, ভবিষ্যৎ কী হবে সেটা না ভেবে প্রবাসী ভাইয়েরা আমাদের জন্য দাঁড়িয়েছেন।”