প্রকাশিত হলো ‘উসমানি খিলাফতের ইতিহাস’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ২৩, ২০২০
তুরস্কের প্রখ্যাত ঐতিহাসিক ও আলেম প্রফেসর ড. ইহসান সুরাইয়্যা সিরমার লেখা ‘উসমানি খিলাফতের ইতিহাস’ বইটি বাংলা ভাষায় অনূদিত হয়েছে।
ইসলামের ইতিহাসে উসমানি খিলাফতকে বলা হয় সবচেয়ে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী খিলাফত। তবে দুঃখ জনক হলেও সত্য, ছয়শো বছর স্থায়ীত্ব লাভকারী এবং ইউরোপ, আফ্রিকা এবং এশিয়াতে ন্যায়ের শাসন পরিচালনাকারী এই খিলাফত নিয়ে বাংলা ভাষায় অথেনটিক কোনও বই নেই।
বাংলা ভাষাভাষী পাঠকেরা যেন সত্যিকারের ইসলামের ইতিহাস জানতে পারে, এজন্য এই বইটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন বুরহান উদ্দিন।
বইটির লেখক প্রফেসর ড. ইহসান সুরাইয়্যা সিরমা, সত্যিকারের ইতিহাসকে তুলে ধরার জন্য প্রচুর তথ্য সুত্র অনুসন্ধান করেছেন। তিনি আরবি, ফার্সি, ফ্রেঞ্জ, উসমানি, ইংরেজি ভাষা জানার কারণেল অনেক ভাষায় লিখিত বই থেকে তথ্য সংগ্রহ করতে পেরেছেন। ফলে বইটি অন্য বইগুলোর তুলনায় সম্পূর্ণ ভিন্ন।
বাংলা ভাষার পাঠকেরা এই বইয়ের মাধ্যমে মুসলিম উম্মাহর অন্যতম শক্তিশালী ও দীর্ঘস্থায়ী খিলাফত সম্পর্কে সঠিক ইতিহাস জানতে পারবে।
বইটি প্রকাশ করেছে মেধা বিকাশ প্রকাশন। অনলাইনে পাওয়া যাবে https://www.rokomari.com/bo…/189489/usmani-khilafoter-itihas