পারভেজ আলমের চিন্তার গুরুতর প্রেজেন্টেশন ‘মদিনা’
তুহিন খানপ্রকাশিত : ফেব্রুয়ারি ২০, ২০২০
কোনও ধরনের পূর্ব অনুমান (প্রিমাইজ বা প্রেজুডিস) ছাড়াই এই বইটা পড়তে আগ্রহী হইছি আমি। পারভেজ আলমের লেখালেখির সাথে আমার ফেসবুকে পরিচয় আছে, কিন্তু পারভেজ আলমের টেক্সট, ওই অর্থে আমি পড়ি নাই। `জিহাদ ও খেলাফতের সিলসিলা` যে সময় আমার হাতে আসছিল, তখন আমি এই ধরনের বই পড়ার ক্ষেত্রে বিশেষ অনাগ্রহী ছিলাম; যেহেতু `জিহাদ` ও `খেলাফত` ধারণাগুলার ব্যাপারে এক ধরনের অ্যাকাডেমিক উত্তরাধিকার ও বোঝাপড়া আমার ছিল, এবং ওই সময়ে `সেক্যুলার` বাজারে এই ব্যাপারে প্রচলিত বইগুলা প্রায় সবই ছিল ৯/১১-এর প্রকল্পদুষ্ট।
মাঝে বহুদিন পার হইছে। পারভেজ আলমের সাথে ফেসবুকে অ্যাড থাকার সুবাদে তার লেখালেখির সাথে পরিচয় হইছে। এবং আমার চিকন অবজার্ভেশনে ধরা পড়ছে, পারভেজ আলম চিন্তার যে সার্কেল থেকে যাত্রা শুরু করছিলেন, তাদের পিছনে রাইখা অনেক দূর সামনে আগাইতে পারছেন উনি। পারভেজ আলম মেধাবী সন্দেহ নাই, কিন্তু মেধা আসলে বিশেষ কিছু মিন করে না। তার গুরুত্বপূর্ণ যে দিকটা আমার নজরে পড়ছে তা হইল, উনি চিন্তায় রূপান্তরবাদী, ক্রিয়েটিভ এবং প্রবলভাবে রাজনৈতিক। পারভেজ আলমের কাজেও তার এই তিনটা ফিচারেরই ছাপ পষ্ট।
শাহবাগ এবং তার পরে আইএস-পরবর্তী সময়ের দুনিয়ার যে নতুন চিন্তা ও নৈরাজ্য, সর্বাত্মক রাষ্ট্র ও কার্যত রাষ্ট্রহীনতা, দিকে দিকে ধর্মের রক্ষী দাবিদার একনায়কদের উত্থান, পারভেজ আলম সেই জমিনে নিজেরে আবিষ্কার করছেন নতুনভাবে, নতুন চিন্তায়। এবং এই নতুন দুনিয়া ও চিন্তার সাথে বোঝাপড়ার নিজস্ব একটা তরিকা ডেভেলপের ক্ষেত্রে তার আয়াস ও আয়োজন ছুৎমার্গহীন এবং চিন্তা-উস্কানো।
ধর্ম ও ধর্মীয় প্রকল্পের সাথে পারভেজ বোঝাপড়া করতে চান, অন্তত আগে থেকে বাংদেশে চালু থাকা প্রিজুডিসগুলারে এড়ায়ে, পোস্ট-মার্কিস্ট তত্ত্ব কাজে লাগিয়ে তিনি তুলনামূলক স্বস্তিদায়ক একটা স্পেশ তৈরি করতে চান আলাপের। সেই আলাপের জন্য উনি তৈরি করছেন তার নিজস্ব ভাষা ও সংকেত, যা বাঙলাদেশে ইসলাম ও ইতিহাস পর্যালোচনার জমিনে নতুন না হইলেও, বিরল। কিন্তু পারভেজের বিশেষত্ব এই যে, এইসব তত্ত্ব বা সংকেত পারভেজের টুলমাত্র। পারভেজ তত্ত্বের জগতে হারান না, কারণ পারভেজের ইতিহাস বা ধর্মের বোঝাপড়া, বিশেষভাবে, রাজনৈতিক ও সমসাময়িক। এবং অনাগত নতুন সময়ের সংকেত বা প্রফেসিও পারভেজের এই নতুন চিন্তার একটা ফিচার। যা ইতিহাসের বয়ানই না খালি, ইতিহাস পার হইয়া বর্তমানের পোস্টমর্টেম এবং ভবিষ্যতের রাজনীতি ও ভাবের এক রকমের গঠন-মুজাহাদাও বটে।
`মদিনা`র ব্যাপারে আমার আইডিয়া নাই একদমই। পারভেজ আলমের লেখাপত্র পড়লেও, তার পুরা কোনও বই আমি পড়ি নাই। তবে এই বইটা, পারভেজ আলমের চিন্তার একটা গুরুতর প্রেজেন্টেশন, এমন মনে হইছে আমার। তার চিন্তার সাথে আপনি একমত হন বা না হন, এই বই বর্তমান দুনিয়ার রাজনীতি ও চিন্তার নতুন রূপান্তর এবং ভবিষ্যত দুনিয়ার ভাবের বোঝাপড়ায় আপনার সাথে গভীর তর্কে জড়াবে প্রায়ই, এইকথা অন্তত বলাই যায়।
পারভেজ আলমের বইটার জন্য শুভকামনা। বইটা পাওয়া যাবে আদর্শে। গায়ের দাম ৭০০ টাকা।