পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘাতে নিহত ১৩৩
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ০৩, ২০২৪
পাকিস্তানের উত্তর-পশ্চিমের কুররাম জেলায় শিয়া-সুন্নি সংঘাতে ১৩৩ জন নিহত হয়েছে। আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন পাকিস্তানের খুররাম জেলায় কয়েক দশক ধরে এ সংঘাত চলছে। সাম্প্রতিক সময়ে এই সংঘাত ভয়াবহ হয়ে উঠেছে।
জেলা প্রশাসনিক কর্মকর্তা ওয়াজিদ হোসেন বলেন, “কয়েকদিনে হামলায় ১৩৩ ব্যক্তি নিহত হয়েছে। জেলা প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত কমাতে চেষ্টা চালিয়ে গেলেও এখনো কোনো সাফল্য আসেনি।”
এর আগে সেখানে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল বলে দাবি করেছিলেন কর্মকর্তারা। তবে সহিংসতা থামানো যাচ্ছে না। রোববার পাকিস্তান সরকারের একটি দল দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীকে সাতদিনের ‘যুদ্ধবিরতি`তে সম্মত করে।
প্রদেশের কর্তৃপক্ষ অবশ্য নিহতের সংখ্যা ৯৭ জন বলছে। এদের মধ্যে ৪৩ জন শিয়া চালকদের ওপরে প্রাথমিক হামলায় নিহত হয়। পরবর্তীতে প্রতিশোধমূলক হামলায় বাকিরা নিহত হয়।
খাইবার পাখতুনখার মুখ্যমন্ত্রী আলী আমিন খান গান্দাপুর শনিবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। সেখানে তিনি উপজাতীয় বয়োজ্যেষ্ঠ ও নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরবর্তীতে তার কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, “যে কেউ অস্ত্র হাতে তুলে নিলে তাকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হবে এবং সন্ত্রাসীর কপালে যা থাকে তারও তাই হবে।”
স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা জানান, প্রাদেশিক রাজধানী পেশোয়ারের সঙ্গে খুররামের মূল শহর পারাচিনার মধ্যকার মহাসড়কটি বন্ধ করে রাখা হয়েছে। ফলে আহতদেরকে হাসপাতালে নিতে সমস্যা হচ্ছে।
পারাচিনা জেলা হাসপাতালের চিকিৎসক সৈয়দ মীর হাসান বলেন, “পেশোয়ার ও অন্যান্য স্থানে আহতদের পাঠাতে জটিলতা সৃষ্টি হওয়ায় আমাদের চিকিৎসক দল একের পর এক অস্ত্রোপচার করছেন। বর্তমানে শতাধিক আহত ব্যক্তির চিকিৎসা করা হচ্ছে। সহিংসতার সময় ৫০টি মরদেহ পেয়েছি।”