পাকিস্তান ও আফগান পাল্টাপাল্টি হামলা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২৪
পাল্টাপাল্টি হামলা চালিয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। মঙ্গলবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে অভিযান চালায় পাকিস্তান সেনাবাহিনী। সেই অভিযানে নারী ও শিশুসহ অনেক প্রাণ হারায়।
জবাবে পাকিস্তানের অভ্যন্তরে একাধিক আক্রমণের কথা জানিয়েছে আফগানিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানায়, গত সপ্তাহে প্রাণনাশী বিমান হামলার প্রতিশোধ নিতে তাদের বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে বহু স্থানে আক্রমণ চালিয়েছে।
তারা বলছে, একটি প্রশিক্ষণ স্থাপনা ধ্বংস করতে এবং বিদ্রোহীদের হত্যা করতে পাকিস্তান অভিযান চালায়। এই আক্রমণে নারী ও শিশুসহ কয়েক ডজন লোক প্রাণ হারায়।
সামজিক মাধ্যম এক্স’এ পোস্ট করা তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্যে বলা হয়েছে তাদের বাহিনী পাকিস্তানের সেই সব স্থানকে লক্ষ্য করে এই অভিযান চালায় যেগুলি, বিদ্বেষপরায়ণদের ও তাদের সমর্থকদের কেন্দ্র এবং গোপন আস্তানা ছিল যারা আফগানিস্তানে সংগঠিত ও সমন্বিত আক্রমণ চালিয়েছিল।
মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারজামি এই আক্রমণ সম্পর্কে আর কোন তথ্য দেননি। তিনি জানাননি যে কি ভাবে এই অভিযান চালানো হয়েছে কিংবা এতে কোন পক্ষের কেউ হতহত হয়েছে কী না।