পশ্চিম তীরে শরণার্থীশিবিরে ইজরায়েলি হামলায় নিহত ৬
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ১৫, ২০২৫
অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থীশিবিরে ইজরায়েলের বিমান হামলায় ছয়জন নিহত হয়েছে। এর মধ্যে একজন ফিলিস্তিনি কিশোর এবং তিন ভাই রয়েছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় শরণার্থীশিবিরের একটি ট্র্যাফিক সার্কেলের কাছে একটি ইজরায়েলি ড্রোন একদল মানুষকে লক্ষ্য করে ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ১৫ বছর বয়সি এক বালকসহ ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
হামলায় নিহত পাঁচজনের বয়স ২৩ থেকে ৩৪ বছরের মধ্যে। তাদের মধ্যে তিন ভাইও ছিল। চলতি মাসের শুরুতে অধিকৃত পশ্চিম তীরের তাম্মুন শহরে ইজরায়েলি ড্রোন হামলায় একই পরিবারের ২ ফিলিস্তিনি শিশু এবং ২৩ বছর বয়সি এক যুবক নিহত হয়।
ঘটনাস্থল থেকে আল জাজিরার হামদাহ সালহুত বলেন, “জেনিন ক্যাম্পে ড্রোন হামলাটি ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে জোরদার হওয়া ইজরায়েলি হামলার অংশ। ২০২৩ সাল থেকে অধিকৃত পশ্চিম তীরে প্রায় ৮০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইজরায়লি সেনাবাহিনী। এছাড়া গ্রেফতার করা হয়েছে হাজার হাজার ফিলিস্তিনিকে।”
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, “পশ্চিমতীর জুড়ে ইজরায়েল এই নীতি অব্যাহত রাখবে। আর পশ্চিমতীরে ইজরায়েলি সহিংসতা এখন নীরব যুদ্ধ নামে পরিচিত।”
কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) নিরাপত্তা বাহিনী জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করার পরও এই মারাত্মক ড্রোন হামলা চালানো হলো।
পিএ-র নিরাপত্তা বাহিনীর মুখপাত্র আনোয়ার রজব বলেন, “জেনিনে নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের জন্য কর্তৃপক্ষের প্রচেষ্টা ব্যাহত করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।” সূত্র: আল জাজিরা