পল্লীকবি জসীম উদ্‌দীনের আজ জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ০১, ২০২৫

পল্লীকবি জসীম উদ্‌দীনের আজ জন্মদিন। ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে তার জন্ম। পিতা আনসার উদ্দিন মোল্লা ছিলেন স্কুলশিক্ষক, মা আমিনা খাতুন গৃহিনী।

জসীম উদ্‌দীনের শিক্ষাজীবন ফরিদপুরে শুরু হলেও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এমএ পাশ করেন। খুব অল্প বয়সেই লেখালেখির প্রতি তিনি আন্তরিক হয়ে ওঠেন। একাধারে তিনি কবি, ঔপন্যাসিক, গীতিকার ও লেখক।

আবহমান বাংলাকে তিনি তার কবিতায় তুলে এনেছেন। এজন্য তিনি পল্লীকবি উপাধিতে ভূষিত হন। তার ‘নকশী কাঁথার মাঠ’ ১৯৪০ সালের মধ্যেই একাধিক ভাষায় অনূদিত হয়ে বিশ্ববিখ্যাত হয়। ১৯৬৯ সালে ‘সোজন বাদিয়ার ঘাট’ ইউনেস্কোর অনুবাদ প্রকল্পের গ্রন্থ হিসেবে অনূদিত হয়।

জসীম উদ্‌দীনের অধিকাংশ রচনায় দরিদ্র কৃষক, দিনমজুর ও রাখালের প্রতি তার অসম্ভব মমতা লক্ষ্য করা যায়। প্রান্তিক জনগোষ্ঠী তথা বাংলার হিন্দু-মুসলমান উভয় সমাজের মানুষের যাপিতজীবন অসামান্য দরদে তিনি উপস্থাপন করেন তার সাহিত্যে।

জসীম উদ্‌দীন ১৯৭৬ সালের ১৪ মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন।  তার ইচ্ছা অনুযায়ি তাকে কবর দেয়া হয় ফরিদপুরে প্রিয় দাদির কবরের পাশে।

পল্লীকবির জন্মদিন উপলক্ষে ফরিদপুরের সরকারি-বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সকাল ৯টায় কবির সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ, ৯.১৫ মিনিটে কবির বাড়ির প্রাঙ্গণে আলোচনা সভা এবং আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল।

এছাড়া বিকেল ৩টায় অম্বিকাপুরস্থ পল্লীকবি জসীমউদ্দীন জাদুঘর ও লোক সংস্কৃতি কেন্দ্র সংলগ্ন জসীম মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পল্লীকবি জসীমউদ্দীন জন্মবার্ষিকী উদ্যাপন কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়।