নুসরাত ফারিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৯, ২০২৪

ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়ার মা পারভিন আক্তার। তিনি বলেন, “ফারিয়া বেশ ক’দিন ধরেই গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভোগছিল। খেতে চাচ্ছিল না, খুব মাথাব্যথা করছিল। বৃহস্পতিবার হঠাৎ করে অচেতন হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে যাই।”

তিনি আরও বলেন, “সবার দোয়ায় ফারিয়া এখন একটু সুস্থ। জ্ঞান, ফিরেছে, কথাও বলছে। চিকিৎসক ফারিয়ার রক্ত পরীক্ষা করবেন বলে জানিয়েছেন। এর পরই বিস্তারিত জানা যাবে।”