নিয়ন্ত্রণে এসেছে ইজরায়েলের দাবানল

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : এপ্রিল ২৫, ২০২৫

২০ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে ইজরায়েলের দাবানল। দাবানল থেকে বাঁচতে বেশ কয়েকটি শহর ও এলাকার মানুষজন পালিয়ে গেছে। তবে এখনো হতাহতের কোনো খবর মেলেনি।

ইজরায়েলি সরকারের দাবি, দাবানলে হাজার একর জমি পুড়ে গেলেও খুব বেশি ক্ষতি হয়নি। কয়েকজন দমকলকর্মী সামান্য আহত হয়েছে। তাদের দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস বিবৃতিতে জানায়, ২ হাজার ৪৭১ একর জমি আগুনে পুড়ে গেছে। আগুন প্রথমে শহরের কেন্দ্রস্থলের কাছে মোশাভ তারুমের কাছে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কাজ শুরু করার সময় প্রবল বাতাসের কারণে তা আরও বেড়ে যায়।

বিবৃতিতে আরও জানানো হয়, অগ্নিনির্বাপক বিমানের সহায়তায় ১০০টিরও বেশি দল বাকি পাঁচটি স্থানে (২০ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলা) আগুন নেভানোর জন্য কাজ করছে। ক্ষতিগ্রস্ত সব সম্প্রদায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং সকল রাস্তা পুনরায় খুলে দেওয়া হয়েছে। সূত্র: টাইমস অব ইজরায়েল