নাসরীন জাহান
নাসরীন জাহানের কবিতা ‘পোড়া মানুষের সহজ বয়ান’
প্রকাশিত : ফেব্রুয়ারি ০৭, ২০২৪
ফলের মতোই মানুষই পেকে বড় হয়,
ফলের মতোই ঝরে পড়ে রোজ প্রচ্ছায়া,
প্রচ্ছায়া নয়, দাহমনে পোড়ে
আলো নয়,
কালো আর সোনালি বাজার , ছায়া,,রোদছায়া।
পাথর পুড়িয়ে খাচ্ছে কাহারা কাদা মাখা?
চেনোনা তাদের?কোন দেশে থাকো? খাপছাড়া?
ওরা চাঁদ পুড়ে খায়,রোদ পুড়ে উড়ে কালো পাখা,
তৃষ্ণা সফেদ ঢেউ খেয়ে যায় ঝাপসা"রা।
চারদিকে ডুমুর বাগান বিষাক্ত ঝড়!
শালিখরা রোজ রোজ দানা খুঁজে খুঁজে ঠোঁটপাতে
মানুষের ঘুম চলে গেছে,নেই কারো ঘর,
আমি একা হাঁটি শুকনো খোসার ফুটপাতে।