নাসরিন সিনথিয়া

নাসরিন সিনথিয়া

নাসরিন সিনথিয়ার প্রেমের ২ কবিতা

প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২১

ভালো না লাগাও সুখ

খুঁজে পেয়েছি নতুন এক আমিকে  
যে আমিতে কোনো দুঃখ নেই
হতাশা নেই  
অথচ দেহজুড়ে ব্যথা
মন জুড়ে হাহাকার
ঘুমুতেও পারি না প্রতিরাতে
কী অদ্ভুত ভুতুড়ে সুখ!

দ্যাখা যায় না
ভাবা যায় না
চারপাশে এত এত মৃত্যু
এত্ত সব বিকলঙ্গ মস্তিষ্ক
দম বন্ধ হয়ে আসার জোগাড়

কই,
এই তো দিব্যি আছি
হরদম ভাবছি
কী করে কোথায়
পালিয়ে যাওয়া যায়...

মনের দায়ে বাঁচতে শিখে যাই
কিন্তু পেটের দায়...
কী নিষ্ঠুর মানব জাতি
মহামারিও তোমাদের কাছে আজ ঠুনকো
কিছু হলেই
ধ্যাত ছাই ভালো লাগে না
ভালো না লাগাও কিন্তু
একটা মর্মান্তিক সুখ

আফসোস

যতবার মনে পড়ে প্রথম দিনের দ্যাখা
সাথে করে এনেছিলে কয়েকটা লাল গোলাপ
প্রচণ্ড হাসি পায়, জানো!

ওই দিন যদি বুঝতাম গোলাপগুলোর মতো
তোমার ভালোবাসাও পচনশীল
তোমার মুখ বরাবর গোলাপগুলো ছুঁড়ে মারতাম
বলতাম, কে আপনি? কি চান?

ওই দিন রোদ আর বৃষ্টি এক হয়ে গেছিল
কী অপূর্ব ছিল মুহূর্তগুলো
অথচ সেদিন যদি ভুলেও জানতাম
তুমি ঠিক এই জলবায়ুর মতোই পরিবর্তনশীল
বিশ্বাস করো, তোমার মুখ বরাবর
একদলা থুতু ছুঁড়ে বলতাম, কে আপনি? কি চান?

আফসোস, তোমার মতো একটা গিরগিটি
আমাকে কী দুর্নিবারভাবে গোল্লায় নিয়ে গেল

হে প্রিয়, উৎসব করো উৎসব...
তুমি সফল আমি বিফল!
ভালোবাসার রং চিনে গেলাম এই অনেক
আর কখনও গোলাপ দেখে ফাঁসবো না,
মোহকে মোহই ভাববো
রোদবৃষ্টি একসঙ্গে হলে পাশের মানুষকে
বলব, দয়া করে সরে দাঁড়ান।