‘নারী চাইলে বোরখা বা বিকিনিও পরতে পারেন’

বিনোদন ডেস্ক

প্রকাশিত : মার্চ ০৯, ২০২৪

এক যুগ পর ‘লাপতা লেডিস’ নামের একটি সিনেমা বানিয়েছেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। মি. পারফেকশনিস্টের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত এ ছবি বেশ সাড়া ফেলেছে। নারী কেন্দ্রীক গলেপ নির্মিত এ ছবিতে নারীর ক্ষমতায়নের বার্তাও দেওয়া হয়েছে। এবার ছবিট নিয়ে ক্থা বলতে গিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বললেন, কেউ চাইলে বোরখা বা বিকিনিও পরতে পারেন।

‘লাপতা লেডিস’ ছবিতে বিয়ের পর সমাজে নারীদের অবস্থান নিয়ে এবং পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে একাধিক বার্তা রয়েছে। ব্যক্তিগত স্তরে আপনি কি এ ধরনের ছুঁৎমার্গে বিশ্বাস করেন?

এ প্রশ্নের জবাবে কিরণ বলেন, বিভিন্ন সাংস্কৃতিক রীতিনীতি মানুষ মেনে চলেন। কেউ সেটা মানলে, তার প্রতি আমি শ্রদ্ধাশীল। কারণ কে কীভাবে জীবন কাটাবেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এ রকম কোনও রীতিতে বিশ্বাস করি না। কারণ আমাকে বাবা-মা খুবই অন্য রকম ভাবে বড় করেছিলেন।

এরপর বলেন, মুশকিল হলো যে, অনেক সময় নারীদের কাছে আলাদা করে নিজের পছন্দ বেছে নেওয়ার সুযোগ থাকে না। আবার সুযোগ থাকলেও ছোট থেকেই হয়তো তাদের প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়। মাথায় কেউ ঘোমটা টানতেই পারেন। কেউ চাইলে বোরখা বা বিকিনিও পরতে পারেন। কিন্তু তার যেন স্বপ্ন দেখার অধিকার হারিয়ে না যায়। অন্যথায় তার জন্য লড়াই করতে হবে।

‘লাপতা লেডিস’ নিয়ে আমিরের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে কিরণ বলেন, ও খুব খুশি। আমাদের ফোন ব্যস্ত। একের পর এক মেসেজ আসতেই থাকছে। প্রচুর শুভেচ্ছাবার্তা পাচ্ছি। কিন্তু ছবিটার গ্রোথ একটু ধীরে হচ্ছে দেখে, আমরা একটু চিন্তিত। আমরা ভেবেছিলাম মানুষের মুখে ছবিটার কথা আরও ছড়াবে। ছবির প্রচার আবার টাকা ও বাজেটের উপরে নির্ভর করে। আমাদের এখন মনে হচ্ছে ‘টুয়েলফথ্‌ ফেল’ ছবিটার মতোই আমরা ধীর গতিতে লম্বা দৌড়ে অংশ নিয়েছি। সমস্যাটা হলো, কখন দৌড় থামাতে হবে সেটাও জানা প্রয়োজন। কারণ সময়ের সঙ্গে-সঙ্গে প্রেক্ষাগৃহে অন্য ছবির চাপও বাড়বে। আশা করছি ধীরে ধীরে বক্স অফিস থেকে আমরা মুনাফা অর্জন করতে পারব। কারণ, ওই যে আপনি বলছিলেন, ছবিতে বড় তারকা নেই।