নাট্যকর্মীদের সমাবেশে ডিম নিক্ষেপের অভিযোগ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ০৯, ২০২৪
শিল্পকলা একাডেমিতে ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে সমাবেশ ডেকেছিল গ্রুপ থিয়েটার ফেডারেশন। জাতীয় নাট্যশালার সামনে এই সমাবেশ চলাকালে ডিম নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেছে নাট্যকর্মীরা।
শুক্রবার বিকেল ৪টার পর সমাবেশে নাট্যকার মামুনুর রশীদের বক্তব্যের সময় হঠাৎ করেই ডিম ছোঁড়া হয়। এ সময় নাট্যকর্মীদের ধাওয়ায় পালিয়ে যায় হামলাকারীরা।
মামুনুর রশীদ বলেন, “যারা এই ন্যক্কারজনক কাজটি করলেন, তারা কেন পালিয়ে গেলেন? আপনারা আসুন। আমরা নাটক করব।”
নিরাপত্তাবাহিনীর ওপর ক্ষোভ প্রকাশ করে মামুনুর রশীদ বলেন, “তাহলে তারা কী নিরাপত্তা দিয়েছে আমাদের।”
পুলিশের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে নাট্যকার মাসুম রেজা বলেন, “এখানে পুলিশ ছিলেন। তারা কাউকে কেন আটক করতে পারলেন না? যারা এসেছিল, তারা কয়েকজন। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।”
ঘটনার পর সমাবেশ মঞ্চ থেকেই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ।
তিনি বলেন, “আমরা ৭ দিন সকল সাংস্কৃতিক আয়োজনে কালো ব্যাজ ধারণ করব এবং ১৫ নভেম্বর সারাদেশের নাট্যকর্মীরা এই ঘটনার প্রতিবাদ কর্মসূচি পালন করব।”
উল্লেখ্য, ২ নভেম্বর সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় ‘দেশ নাটক’-র প্রোডাকশন ‘নিত্যপুরাণ’-র প্রদর্শনী চলাকালে একদল লোক উপস্থিত হয়ে দেশ নাটকের সদস্য এহসানুল আজিজ বাবুকে তাদের হাতে তুলে দিতে বলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে শিল্পকলার মহাপরচালক সৈয়দ জামিল আহমেদ নাটকটির প্রদর্শনী বন্ধ করার নির্দেশ দেন।
দেশ নাটক’এর সদস্য এহসানুল আজিজ বাবুর বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ বেশ কয়েকজন উপদেষ্টার বিকৃত ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠেছিল। যদিও পরে সমালোচনার মুখে সে ছবি ফেসবুক থেকে সরিয়ে নেন তিনি।