নয়ন আহমেদের কবিতা ‘মুহাম্মদ, আল্লাহর রাসূল’

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৫

সবুজ বাতাস নাচতে নাচতে বলেছে— আমি মুহম্মদকে ভালোবাসি।
তিনি আমার রাসূল।
সালাম সালাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
সমুদ্র আল্লাহকে সিজদা দিতে দিতে বলছে— মুহাম্মদ আমার আকাঙ্ক্ষা।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
গাছ জিকির করতে করতে বলছে— হে প্রভু,
           আমাকে সর্বশেষ উপঢৌকন প্রদান করেছো।
কী সুন্দর আমার রাসূল!
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
জিনেরা আপ্লুত হয়ে বলছে— নবি আত্মার প্রতিরূপ।
হে রহমাতুল্লিল আলামিন।
সালাম। সালাম।
চন্দ্র-সূর্য উজ্জ্বলতা ছড়াতে ছড়াতে বলছে— হে আল্লাহ
আমার রাসূলের মতো আর কোনো ভালোবাসা নেই।
ফারিসতাগণ দরুদ পড়তে পড়তে বলছে— হে মহামহিম
        কত অঢেল উপহার তুমি দান করেছো আমাদের!
মুহাম্মদ আমাদের হৃদয়ের উৎসব।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
মাছ সাঁতার কাটতে কাটতে বলেছে— মুহাম্মদ আমারও রাসুল।
তিনি কত সুন্দর!
সমগ্র সৃষ্টি বলছে— মুহাম্মদ! মুহাম্মদ!
মুহাম্মদ ছাড়া আমরা কী করে থাকি!
মানুষ ভালোবাসাকে মাকামে মাহমুদ পর্যন্ত প্রসারিত করতে করতে বলছে,
     মুহাম্মদ ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই।
আমি সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ আল্লাহর রাসূল।
হে আমার অস্তিত্ব,
হে আমার আনন্দ,
     সালাম। সালাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।