নভেরা হোসেনের কবিতা ‘সিকিয়া ঝোরা’
প্রকাশিত : আগস্ট ০৫, ২০২৩
১.
বইছে তাজা খুন। নজদের বুকচেরা নির্জনতায়
ভেতরে মরুঝড়, বাইরেটা শান্ত
ছেঁড়া পুস্তক, আজটেকদের মুখোশ।
সিকোয়া ঝোরা তোমার চোখ যেন আমি হই
আর আমার হৃদয় তুমি
একই রাস্তার সন্ধিস্থলে আমাদের যেন দেখা হয়, নির্জনে...
২.
আজ রাতে আকাশে মেঘ
চাঁদের শরীর ধোঁয়ায় ঢাকা
কবরগুলো খুলে যাচ্ছে
পথে কালো বিড়াল
আজ রাত তোমাকে একা করে দিল
তুমিও দিলে নিজেকে
যতই চোখে কাজল মাখ
ধুয়ে যাবে নোনা জলে
আজ রাত কথা বলছে না
তুমিও নীরব
চন্দ্রমল্লিকার গোলাপি শরীর
উষ্ণ ঠোঁটে
কোনো কথা বোলো না তুমি
রাত গাঢ় হচ্ছে
নেকড়েরা শহরের পথে
কোনো কথা বোলো না তুমি
চোখ থেকে গড়িয়ে পড়ছে
উষ্ণ রক্ত