
ধর্ষণচেষ্টায় ব্যবসায়ীকে আটক জনতার, উদ্ধার পুলিশের
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ১৭, ২০২৫
মোবাইলে পর্ন ভিডিও দেখিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফরিদপুর নদীবন্দরের (সিঅ্যান্ডবি ঘাট) ডক মালিক রেজাউল করিম মুন্সিকে অবরুদ্ধ করে রাখে কয়েকশো মানুষ।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে প্রায় দেড় ঘণ্টা পর তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার নদীবন্দর (সিঅ্যান্ডবি ঘাট) এলাকায় এ ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে শত শত মানুষ উপস্থিত থাকায় সামাল দিতে সেনাবাহিনীকে ডাকা হয়।”
তিনি আরও বলেন, “পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে পরিস্থিতি সামাল দিয়ে এক দোকানে অবরুদ্ধ করে রাখা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। তবে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যবসায়ীকে মারধর করে।”
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “ওই দুই শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”