‘দুর্বিষহ অবস্থা কেন সৃষ্টি করলেন, আপনারা কী মানুষ?’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ০৩, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে কর্মসূচির ডাক দিয়েছে দেশের সংগীতশিল্পীরা। আজ শনিবার বিকেল ৩টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘গেট আপ, স্ট্যান্ড আপ’ এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সেখান থেকে জড়ো হয়ে কেন্দ্রীয় শহিদ মিনার অভিমুখে যাত্রা শুরু করে সেখানে তারা পৌঁছায়। শহিদ মিনারে ছাত্রদের ওপর গুলিবর্ষণের ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সংগীতশিল্পীরা। একইসঙ্গে ছাত্রদের সকল দাবির সঙ্গেও সংহতি প্রকাশ করে।

সুরকার প্রিন্স মাহমুদ বক্তব্যে বলেন, “আতঙ্কের রাজনীতি থেকে বেরিয়ে আসুন। আমরা কোনো আতঙ্ক করি না, আমরা কিছুকেই ভয় পাই না। আপনারা বেরিয়ে আসুন, আপনাদের যদি সময় লাগে, তাও বেরিয়ে আসুন।”

তিনি আরও বলেন, “যদি আন্দোলন মেনেই নেন এখন, গতকাল কেন গুলি চালালেন। আমার খুলনা শহর কেন রক্তে লাল হলো? এমন দুর্বিষহ অবস্থা কেন সৃষ্টি করলেন? আপনারা কী মানুষ?”

প্রিন্স মাহমুদ ছাড়াও এ প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন পার্থ বড়ুয়া, মাকসুদুল হক, মানাম আহমেদ, বাপ্পা মজুমদার, জন কবির, ন্যান্সি, এলিটা করিম, আরমীন মূসা, প্রবর রিপন, জয় শাহরিয়ার, এ কে রাহুল, খৈয়াম শানু সন্ধি, ব্যান্ড মাইলস, জলের গান, শিরোনামহীন, আর্টসেল ও ব্ল্যাকসহ অনেকে।