দুই কবির ধর্ষণবিরোধী কবিতা
প্রকাশিত : অক্টোবর ০৮, ২০২০
মাহমুদ শাওন
প্রতিশব্দের খোঁজ
বিপ্লব এসে দাঁড়াবে না
কড়া নাড়বে না দরজায়
বিপ্লব এসে বলবে না, `চলো,
হাত ধরো, উঠে দাঁড়াও`।
এমন পতাকা নেই পৃথিবীর দেশে
তোমার নগ্নতা ঢেকে দেয়।
কান্নার প্রতিশব্দ কি হয় কখনো,
অথবা শোকের!
বিপ্লব এসে দাঁড়াবে না
বিপ্লব হাত বাড়াবে না...
পুনর্জন্ম
বোবা এ শহরে আমি আর্তনাদ, আমি খুন
আমিই অন্ধের দলপতি
নিশিডাক পেয়েছে যে ঘোড়ানিম গাছ, তার
পত্রবজালে গোপন সম্মতি
লিখে রেখে ঝিরিপাতা ঝরে ঝরে যায়
এই জন্মভোরে—
আমি চিৎকার, ডেটলগন্ধে সেলাইমুখ
রক্তরেখা ধরে
মায়ের জঠরে যে শিশু আবারও জন্মায়
আবু তাহের সরফরাজ
ধর্ষণ
নারী দেহ কর্ষণ
করলেই ধর্ষণ।
তাই নিয়ে হইচই
ধর্ষক গেল কই?
আর দ্যাখো, এদিকে
গুয়া খোলা যেদিকে
জনতার
মারা খেয়ে সব্বাই
চুপচাপ ফিরে যায়
ঘরে তার।
এই হলো রাজনীতি
নাম গণতন্ত্র
বোকা হেসে জনগণ
পড়ে শেখা মন্ত্র।
ধর্ষিত হতে হতে
বিবেকের দেহ
ভাগ হয় সংসদে
জানলো না কেহ।
৬ অক্টোবর ২০২০