দিল্লিতে ঘন কুয়াশায় দু’শোর বেশি ফ্লাইট বাতিল

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ০৩, ২০২৫

ঘন কুয়াশায় ভারতে রাজধানী দিল্লিতে দুইশোর বেশি ফ্লাইট বাতিল হয়ে গেছে। দিল্লির গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ঘন কুয়াশা দৃশ্যমান শূন্যতে নেমে আসায় ফ্লাইট বাতিল করা হয়। গত ২৪ ঘণ্টায় সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র শীতে আরও খারাপ হয়েছে দিল্লির বায়ু। সেখানকার আইকিউইআই এখন ৩০৯ যা অত্যন্ত খারাপ হিসেবে চিহ্নিত।

ফ্লাইটরাডার২৪-এর নিরীক্ষণ অনুযায়ী, স্পাইসজেট, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার বিমান কুয়াশার জেরে বিঘ্নিত হয়। গড়পরতা বিমান নামতে ৬ মিনিট ও ছাড়তে প্রায় ৪৭ মিনিট দেরি হয়।

স্পাইসজেট জানিয়েছে, অমৃতসর ও গুয়াহাটির যাওয়া-আসার বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। দিল্লি আসা-যাওয়ার প্রায় সব দূরপাল্লার ট্রেনই দেরিতে চলাচল করছে। এদিন দিল্লি থেকে ছাড়া ২৪টি ট্রেন দেরিতে ছেড়েছে। সূত্র: এনডিটিভি