দায়িত্বরত অবস্থায় গাজায় ৫ সাংবাদিককে হত্যা করলো ইজরায়েল
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ২৬, ২০২৪
মধ্য গাজার একটি হাসপাতালের পাশে ইজরায়েলি হামলায় আল কুদস টুডে চ্যানেলের ৫ সাংবাদিক নিহত হয়েছে। নিহতরা হলেন: ফাদি হাসসুনা, ইব্রাহিম আল শেখ আলী, মোহাম্মদ আল লাদাহ, ফয়সাল আবু আল কুমসান ও আয়মান আল জাদি।
আল কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল আওদা হাসপাতালের পাশে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করছিলেন। তখন তাদের সম্প্রচার গাড়িটিতে ইজরায়েলি বিমান বোমা ফেলে। এতে তারা নিহত হন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি গাড়ি আগুনে পুড়ে গেছে। সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। সাদা রঙের গাড়িটির পেছনে তখনো বড় লাল অক্ষরে ‘প্রেস’ শব্দটি লেখা জ্বলজ্বল করছিল।
আল জাজিরার আনাস আল শরিফ বলেন, “নিহতদের মধ্যে আয়মান আল জাদি তার স্ত্রীর জন্য হাসপাতালের সামনে অপেক্ষা করছিলেন। তার সন্তানসম্ভবা স্ত্রী এ হাসপাতালেই আছেন।”
কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইজরায়েলি হামলার পর বেসামরিক প্রতিরক্ষা দল সেখানে পৌঁছায়। তারা ঘটনাস্থলের আগুন নিভিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইজরায়েলি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে সাংবাদিকদের সুরক্ষা কমিটি (সিপিজে) এক সপ্তাহের ব্যবধানে ইজরায়েলি হামলায় ৪ ফিলিস্তিনি সাংবাদিক হত্যার নিন্দা জানায়। সিপিজের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইজরায়েলি হামলার শুরুর পর থেকে এ পর্যন্ত ১৪১ সাংবাদিক নিহত হয়েছে। সূত্র: আল জাজিরা