তিন দিনব্যাপী এনআরবি-পিবিও সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ফেব্রুয়ারি ২০, ২০২৪
অনাবাসী বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিককর্মীদের সাহিত্যকর্ম নিয়ে শুরু হচ্ছে তিন দিনব্যাপী এনআরবি-পিবিও সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। আগামী ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে সাহিত্য সম্মেলন চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে সহযোগী হিসেবে যুক্ত থাকবে বাংলা একাডেমি।
রোববার বিকেলে বাংলা একাডেমির ভাষা সৈনিক চত্বরে এক সংবাদ সম্মেলনের এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মলেনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান, একুশে পদক প্রাপ্ত লেখক ও মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী, অধ্যাপক ড. রতন সিদ্দিকী, সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশন ও স্কলার্স বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম এবং সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশন ও স্কলার্স বাংলাদেশ সোসাইটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপা, তথ্যচিত্র নির্মাতা নাদিম ইকবাল, সংস্কৃতি-গবেষক পার্থ সারথী মুখার্জি প্রমুখ।
তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরে সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশন ও স্কলার্স বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম বলেন, ‘এই সাহিত্য সম্মেলনে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও অনাবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। ’
তিনি বলেন, ‘প্রবাসীদের লেখা বই, সাহিত্যকর্ম ও তাদের কাজের স্বীকৃতি সেই অর্থে দেশে খুব একটা উপস্থাপন করা সম্ভব হয় না। এবারের সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন আমাদের প্রথম উদ্যোগ। এটি এখন থেকে প্রতিবছর নির্ধারিত সময়ে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। ’
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান বলেন, ‘বিদেশে যেসব বাংলা সংস্কৃতির চর্চা হয়, সেসব উঠে আসবে এই সাহিত্য সম্মেলনের মাধ্যমে। বিদেশে আমাদের যারা নতুন প্রজন্ম আছে তাঁদের কাছে বাঙালি সাহিত্য, সংস্কৃতি তুলে ধরায় সহায়তা করা এই সম্মেলনের মূল লক্ষ্য। এই সম্মেলনের মাধ্যমে প্রবাসে বসবাসরত শিল্প সাহিত্যে অবদান রাখা ব্যক্তিদের কাজের স্বীকৃতি প্রদান করা হবে। এ ধরনের একটি সম্মেলন আরও আগে থেকে করা উচিত ছিল। ’
একুশে পদক প্রাপ্ত লেখক ও মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী, বলেন, ‘এই সাহিত্য সম্মেলন অনেক তাৎপর্যপূর্ণ। আমি তিন দিনই সম্মেলনে উপস্থিত থাকব। গত ৩৫ বছর ধরে সম্মেলনের আয়োজকদের সঙ্গে আমার সুসম্পর্ক, তাদের সকল কাজের বিষয়ে সবসময় আমার সমর্থন ও শুভকামনা রয়েছে। ’