তামিম ইয়ামীন

তামিম ইয়ামীন

তামিম ইয়ামীনের ৪ কবিতা

প্রকাশিত : জানুয়ারি ১৭, ২০২২

টাইমমেশিন                

আমরা দুজন দুইটি শতাব্দীতে
আটকা পড়েছি, অনেক দিনের চেনা
শিকড়ে শিকড়ে পরিচয় ঘটে, তবু
দুইটি গাছের দূরত্ব কমছে না!

আমরা দুজন দুইটি দ্বৈত রেখা
একটি গ্রাফের কোনাকুনি বরাবর                
স্থানাঙ্ক মিলে, সময়ের ফেরে তবু
আমাদের দেখা হবে না পরস্পর।                

একে অপরকে ভেদ করে যাব জানি
ছেদ বিন্দুর দিকে অনিমিখ চোখে
চেয়ে রবো শুধু দেখব কেমন করে
একটা বিশ্ব মাল্টি ভার্সে ঢোকে।

ঘুরে আসি যদি আলোকবর্ষ পথ
যেখানে সময় স্থানভেদে আগুপিছু
এ পরিভ্রমণ শেষে কি পাব না তবু
পুরোটা না-হোক, অন্তত তব কিছু।

ধরো তুমি এক কিশোরী বেলার দিকে
ঝুঁকছ ক্রমশ বিকেলবেলার মতো
আমি এক বুড়ো অশীতিপরের চেয়ে
ভীমরতি দেহে ত্রিকোণোমিতির ক্ষত।

তবু হলো দেখা এই বুঝি কম কিছু
মুছে যায় যদি, আয়ুরেখা অপঘাতে
সময় বাঁকিয়ে দেখে নেব এতটুকু
আমরা দুজন একটি অপেক্ষাতে।

শ্রীকৃষ্ণকীর্তন

থেমেছে কালের গতি, মোতায়েন অক্ষৌহিণী সেনা
চরাচর অচঞ্চল, মুখে কারো কথা ফুটছে না

কে তুমি ক্ষত্রিয় যুবা, বৃহন্নলা, যুদ্ধে পরান্মুখ!
রাখো নিজ ধর্মে মতি, যত ঝড় ঝাপটা আসুক

শোনো, এ রথের চক্র, নির্বেদের গল্পে মজে নাই
কেউ তো অমর নয়, দেবতাও পুড়ে হয় ছাই

নিধন অবশ্যম্ভাবী, তাই বলি, স্ব-ধর্মেই মরো
কর্মফল অর্থহীন, জিরোবার নেই অবসরও

শুধু এ মানবজন্ম দায়িত্বের নির্মম প্রহারে
অমোঘ মৃত্যুর মতো ঠেলে নিয়ে যেতে হয় যারে

তার কথা বলি মহা-ভারতের এককোণে বসে।
কখনো এমন হলে, ধরো এই কপালের দোষে—

যদি আর নাও লিখি কোনোদিন একটি কবিতা
ডোন্টওরি! পৃথিবীতে আছে শ্রীমদ্ভগবদগীতা।

একেশ্বরী

তোমারই নামের গুণে রোশনাই সব
পাহাড় সুরমা হয় তমোহর তাপে
তব জ্যোতি মেখে মহাজাগতিক ধূলি
আসমানে বিন্দু বিন্দু তারা হয়ে কাঁপে।

কাফেরের হৃদয়েও গুটিসুটি মেরে
বসে থাকো, চুপচাপ—এমন দরদী!
পাথরের বুকে তুমি জমে থাকা জল
অভিমান গাঢ় হলে ফেটে হও নদী।

আমার ইলাহ তুমি, বহু দেবতার
অবতারে দেখি শুধু তুমিই আসীন
যেখানেই থাকো আর যত দূরে যাও,

—স্বীকার করতে দিয়ো, প্লিজ এই ঋণ—

তব দেহে এ দীনের জীবন সওয়ার
তোমা হতে সৃষ্ট, হব তোমাতে বিলীন।

নোম্যান্সল্যান্ড

তোমাকে দেখছি, যেমন সিলেটে গিয়ে
ভারতী পাহাড়, দূর হতে ত্রুবাদুর
সকাতরে গায়, পারতে আমারও হতে
এত কাছে তবু বিদেশ এতটা দূর!

জল নেমে আসে প্রস্তর নিয়ে, আর
সবুজের বুক ছিঁড়ে কিছু ক্লোরোফিল
কিশোরী ঝর্ণা সমতলে এসে নারী
নদীটির সাথে এতটুকু তার মিল।

একলা মানুষ দুইদিকে দুই দেশ
কিছু মেঘ তবু কাঁটাতারে উদাসীন
ঘোর বৃষ্টিতে ভেসে যায় তামাবিল
সীমানায় একা কেরামান কাতেবিন।

কবি পরিচিতি: শেরপুরের বিষ্ণূপুরে জন্ম। প্রকাশিত বই: প্রায়প্রেম। কবিতা। ঐতিহ্য ২০২০। মিলনদহ। কবিতা। বৈতরণী ২০২১