তানভীর রাতুল

তানভীর রাতুল

তানভীর রাতুলের কবিতা ‘ধর্মানুনুভূতি’

প্রকাশিত : আগস্ট ২৫, ২০২২

মাঝে মাঝে এই সবকিছুই সুর আর অসুর বিষয়ক
মাঝে মাঝেই অসুর কল্পনা করে সে সুরালো হোক
এ তো কখনই ‘মানুষ ছাড়া দেশ’ ছিল না
প্রথম থেকেই সেই সমস্যার ধারণা
এটা আছেও এখন  

যথেষ্ট নেই মালাউন এবং অনেক যবন
অনেক বাঙালি মুসলমান আর পর্যাপ্ত অন্যধর্ম নেই
গণতন্ত্র হতে হলে, জায়গা দিতে হয় সবাইকেই
যখন শুধু অনেক বাঙালি থাকে এবং পর্যাপ্ত আদিবাসী থাকে না

তখন অনেক আদর্শবাদী ভাবনা
এমনই মনে দেখায়
সমাজতান্ত্রিক ধোঁকায়
সংসদীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা, এমনকি অন্যদেরও জন্য
মানে, যারা আছে বাকি সংখ্যায় নগন্য
এতক্ষণে সত্যিটা বুঝতে পারা, ঘটনা আরো খারাপ হয়ে যায়
পরিস্থিতির যুক্তি গভীরে নিয়ে যাচ্ছে উন্মাদনায়
কিভাবে করা হয় গণতান্ত্রিক আক্রমণ?
কিভাবে বর্ণবাদী গণতন্ত্র মেনে নেয় লোকজন?

যথেষ্ট হিন্দুবৌদ্ধইহুদিনাসারা নেই আর শুধুই যবন
অনেক মুসলমান এবং যথেষ্ট অন্যধর্ম না থাকার কারণ
গণতন্ত্র হতে চাও, কিন্তু কি আর করা?
যখন অনেক জামাতি এবং পর্যাপ্ত থাকে না হিন্দুবৌদ্ধইহুদিনাসারা

যুদ্ধে টাকা লাগে, বন্দুকের দাম, বিমান, বোমা, মিসাইল, ট্যাঙ্ক
এসব খরচ দেয় সরকারি ব্যাংক
আর তেল নেই, সামরিক বাংলাদেশ
কিন্তু ভারত ধরে আছে বন্ধুত্বের বেশ
দেয় বন্দুক আর সোনা, বিনিময়ে সন্তান নিয়ে নেবে
ঝড়ো-সৈনিক, মৃতআত্মা জল্লাদ হিসেবে,
আর এই হত্যাগুলো নিজেদেরই করা
 
সত্যিকারের বাংলাদেশের সমাধান সম্পর্কে ভুল ইশারা
হয়তো ক্রীতদাস নয়, কিন্তু জাতি-ধর্মের নামে হত্যা বিষয়ে
অবশ্যই, ঘটনাটা কিছুক্ষণের জন্য যায় কুৎসিত হয়ে
কিন্তু যথেষ্ট সময় পর, একসময় যখন অধিকাংশই হয়ে গেছে খুন
কতটা দুঃখী তা বোঝানোর জন্য সিনেমায় মনোভাবের আগুন
ঢালিউডের পুনর্জন্ম স্বর্ণযুগে
মিথ্যাবাদী রাখাল আর ইসলামি হুজুগে
যথেষ্ট অন্যধর্ম নেই কিন্তু শুধুই অনেক যবন
অনেক মুসলিম আর পর্যাপ্ত নেই অন্যবিশ্বাসের লোকজন
গণতন্ত্র হতে চান, কিন্তু কি আর করা?
যখন শুধুই জামাতি এবং পর্যাপ্ত থাকে না ভিন্নধর্মাবলম্বীরা

যখন অনেক মৌলবাদী থাকে এবং অন্যরা পর্যাপ্ত থাকে না
তখনই প্রশ্নবিদ্ধ অখণ্ড বাংলাদেশের অস্তিত্বের মালিকানা
সেখানে শান্তির সাথে বসবাসের অধিকার রাখে ইসলামি উপজাতি
সেখানে অন্যদের অধিকারেও উচিত থাকার একই সম্প্রীতি

তবে গণমাধ্যমে যা-ই বলা হোক না কেন
বাংলাদেশ-ভারত যতই করুক চিৎকার লোকদেখানো
এটা একক কোনো ধর্ম সম্পর্কে নয়
এটি ভগ্নপ্রায় রাষ্ট্রগুলোর জন্মানোর সময়
দেশ নিজেকেই ধার্মিক বলে দাবি করার উদাহরণ
দাবি অজুহাত হিসাবে, এই দাবি ধর্মবাণিজ্যের স্বেচ্ছাআবরণ