ঢাকা শহর আইসা আমার আশা পুরাইসে

স্বাধীন খসরু

প্রকাশিত : জানুয়ারি ০৪, ২০২৫

ছোটবেলায় অশিক্ষিত সিনেমাটি দেখি কুলাউড়ায় লিলি সিনেমা হলে। এটি ছিল নায়িকা অঞ্জনা আপার সিনেমা হলে দেখা আমার প্রথম সিনেমা। নায়ক ছিলেন রাজ রাজ্জাক। এই গানটির কথা এজন্য বলছি, বাস্তবে না হলেও এই সিনেমার এই গানটির মাধ্যমে অন্যভাবে আমার প্রথম ঢাকা শহর দেখা এবং তীব্রভাবে ঢাকা শহর দেখার আগ্রহ তৈরি হওয়া।

গানের মধ্যে ছিল ওই সময়ের ঢাকা শহরের দৃষ্টিনন্দন বিভিন্ন জায়গার দৃশ্য। সিনেমাটি ছিল সাদাকালো আর গানটি রঙিন। মতিঝিল, শাপলা চত্বর, পানির ফোয়ারা আর বিশেষ করে ফার্ম গেইটের আনন্দ সিনেমা হলের সামনে থেকে নেয়া সেই দৃশ্য। যদি ভুল না হয় গাজী মাজহারুল আনোয়ারের কথায়, সত্য সাহার সুরে তখনকার অত্যন্ত জনপ্রিয় এই গানটি দৈতকণ্ঠে গেয়েছেন খন্দকার ফারুক আহমেদ ও শাম্মী আখতার।

বড় হয়ে প্রথম যখন ঢাকা শহরে যাই, ওই জায়গাগুলো খুঁজে খুঁজে দেখতে গিয়েছি। আনন্দ সিনেমা হলে সিনেমা দেখার চেয়ে বাইরে থেকে সিনেমা হলটি দেখেছি আর ঐ গানটির ঐ দৃশ্যের কথা ভেবেছি।

নায়িকা অঞ্জনা আপা এভাবেই আজীবন থাকবেন আমার স্মৃতিতে গেঁথে থাকা দৃশ্যপটে। শুক্রবার তিনি চলে গেছেন না-ফেরার দেশে। যাত্রা শুরু তার অনন্ত কালের যাত্রায়। আত্মা শান্তিতে থাকুক, এই আমার প্রার্থনা। আমিন।

লেখক: অভিনেতা