ডেঙ্গু ছড়াচ্ছে, আসুন সচেতন হই
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ০৫, ২০১৯
ধীরে ধীরে সেরোটাইপ-৩ ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। এতে মৃত্যু ঝুঁকি অনেক, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। কিন্তু সকলেই এতটাই গা-ছাড়া হয়ে গেছে যে, একদম নিজের কিছু না হওয়া পর্যন্ত টনক নড়ে না কারো। গতবছর ডেঙ্গু কেড়ে নিয়েছিল অনেকগুলো শিশুর প্রাণ। এবারও একই রকম ঘটনা ঘটতে যাচ্ছে। নিজেরা সতর্ক হলে এত ভয়াবহভাবে ডেঙ্গু ছড়াতে কি পারতো?
পাশের ফ্ল্যাটের আন্টি সিড়ির করিডোরে তিনটা গ্লাস কন্টেইনারে পানি ভর্তি করে মানিপ্ল্যান্ট সাজিয়েছে। বারবার বলার পরেও উনি এটা সরাবেন না। অথচ তার দুটা ছোট নাতি নিজের বাসাতেই আছে। আমাদের বাসাতেও আছে দুটো শিশু। মানুষ সচেতন হবে কবে!
গাছ ও বাগানের প্রতি মানুষের ঝোঁক এখন আগের চেয়ে অনেক বেড়েছে। অনেকেই ছাদে পদ্ম, শাপলা এসব করে থাকে, আবার টবের নিচে প্লেট দেয় যাতে সহজেই অল্প কিছু পানি আটকে থাকে। এগুলো খেয়াল করতে হবে। আর এই সিজনটায় পানি ভরা রাখতে হয় এমন গাছ না রাখার অনুরোধ রইল। জীবনের চাইতে শখ বড় নয়।
আপনি যদি বাড়িঅলা হন তাহলে আশপাশের কয়েকজন বাড়িঅলা একসাথে হয়ে যার যার বাড়ির আশপাশ ছাদ, বারান্দা, পরিষ্কার করিয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিন এবং মশার ওষুধ ছিটানোর ব্যবস্থা করুন। আপনি নিজেরটা করিয়ে বসে থাকবেন না, আশপাশের বাড়িঅলারাও যেন করায় তা জানান। কারণ এটা করতে সে বাধ্য, একজনের অবহেলা বা নোংরা থাকার মাশুল কিন্তু আশপাশের সবাইকেই দিতে হবে।
আপনি যদি ফ্লাটের মালিক বা ভাড়াটিয়া হন তাহলে বাড়ির সব ভাড়াটিয়া একসাথে হয়ে বাড়িঅলাকে জানান এবং এই কাজটি করতে সবাই মিলিতভাবে সাহায্য করুন।
আপনি যদি মার্কেটের দোকান/ক্ষুদ্র দোকান মালিক হন, আপনার আশপাশের ক’জন মালিক একসাথে হয়ে আপনাদের মার্কেট, প্রতিষ্ঠান বা দোকানের আশপাশ পরিষ্কার করিয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিন। বিশেষ করে গলির মোড়ের মুদির দোকান যেসবের টিনের ছাদ এ রাখা নানা জিনিস এ পানি জমে থাকে। এলাকাবাসী হিসেবে তাকে বাধ্য করুন এসব পরিষ্কার করতে।
আপনার বাড়ির পাশে যদি কন্সট্রাকশনের কাজ চলে তাহলে আপনি সবচেয়ে রিস্কি সিচুয়েশনে আছেন। আশপাশে ক’জন মিলে খোঁজ নিন। তাদেরকে বাধ্য করুন যেন প্রতি সপ্তাহে তারা মশা নিধনের ব্যবস্থা করে।
কমার্শিয়াল ভবন যেমন স্কুল, অফিস, ব্যাংক এসবের ছাদে মানুষের আসা যাওয়া ও দেখাশুনা কম হওয়াতে এগুলোতে বিভিন্ন ভাবে পানি জমে থাকার সম্ভাবনা বেশি থাকে। আপনি এমন কোনো বিল্ডিংয়ের সাথে সংশ্লিষ্ট হয়ে থাকলে ব্যবস্থা নিন। বৃষ্টির সিজনে সপ্তাহে দুদিন তা চেক করুন। ছাদের ফ্লোর থেকে দ্রুত পানি সরে যাবার পাইপলাইন গুলি পরিষ্কার রাখুন। একবার করে এক মাস বসে থাকবেন না। এই সিজনে এটা নিয়মিত করুন। আপনি যেই পোস্টে থাকুন সেখানে দায়িত্বটা নিজের স্বার্থ মনে করে করুন।
যদের ছাদ বা বারান্দায় বাগান আছে তারা এ ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক হোন।
আপনার যদি পরিষ্কার করানোর লোকের অভাব হয় একটা বুদ্ধি দিতে পারি। আপনার এলাকায় ময়লাঅলাকে যদি কিছু টাকার বিনিময়ে সাপ্তাহিক ভাবে এই কাজটি দেন যে সে এসে বাড়ির আশপাশ পরিষ্কার করে দেবে, সে এটি সানন্দে করবে।
সবাই এভাবে করতে পারলে ডেঙ্গু কেন, অনেক জীবাণুই বংশ বিস্তার করতে পারবে না। আমাদের মনে রাখতে হবে, ডেঙ্গু ভয়াবহ একটি ব্যাধি। এর কারণে সহজেই মারা যেতে পারে আপনার শিশুটি। হেমোরেজিক ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। অথচ এর সমাধান আমাদের হাতেই।
কী দুঃখজনক! গা বাঁচানো স্বভাব নিয়ে আর কতদিন চলবো! ক্ষতি নিজেদের উপর পড়বেই একসময়। সরকার কিছু করছে কি করছে না, এ নিয়ে শুধু আলাপ করে সময় নষ্ট করবেন না। এটি কোনো চ্যারিটি নয়। আমরা আমাদের নিজেদের সাহায্য করতে বলছি। আমাদের বাচ্চাদের সেফটির জন্য।